আমেরিকায় জন্মালেই আর মার্কিন নাগরিকত্ব নয়, ট্রাম্পের সিদ্ধান্তে মাথায় হাত লাখ লাখ ভারতীয়ের

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 22, 2025 | 9:28 AM

US Citizenship: যে দেশে জন্মায়, সেই দেশেরই নাগরিকত্ব পায় শিশু। এমনটাই নিয়ম সর্বত্র। আমেরিকাতেও এই নিয়ম ছিল। মা-বাবা আমেরিকান না হলেও, সন্তান যদি আমেরিকায় জন্মাত, তবে সে মার্কিন নাগরিক হিসাবেই গণ্য হত। তবে এই নিয়ম আর থাকছে না।

আমেরিকায় জন্মালেই আর মার্কিন নাগরিকত্ব নয়, ট্রাম্পের সিদ্ধান্তে মাথায় হাত লাখ লাখ ভারতীয়ের
নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বড় ঘোষণা।
Image Credit source: PTI

Follow Us

ওয়াশিংটন: মার্কিন মুলুকে জন্মালেই আর মার্কিন নাগরিকত্ব নয়। ক্ষমতায় বসেই বড় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নবজাতকের দুই অভিভাবকের মধ্যে অন্তত একজন মার্কিন নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার না হলে, তাদের সন্তানকে জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব দেওয়া হবে না। এ কথা সাফ জানিয়ে দিলেন ট্রাম্প।

যে দেশে জন্মায়, সেই দেশেরই নাগরিকত্ব পায় শিশু। এমনটাই নিয়ম সর্বত্র। আমেরিকাতেও এই নিয়ম ছিল। মা-বাবা আমেরিকান না হলেও, সন্তান যদি আমেরিকায় জন্মাত, তবে সে মার্কিন নাগরিক হিসাবেই গণ্য হত। তবে এই নিয়ম আর থাকছে না। এবার থেকে সন্তানের আমেরিকান নাগরিকত্বের জন্য বাবা কিংবা মা-কাউকে একজনকে আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে।

ট্রাম্পের এই সিদ্ধান্তে মাথায় বাজ ভেঙে পড়েছে লক্ষ লক্ষ ভারতীয়ের, যারা এইচ-১বি, এল১-র মতো অস্থায়ী ভিসায় আমেরিকায় থাকেন এবং সেখানেই সংসার পেতেছেন। যারা ডিপেন্ডেন্ট ভিসা (এইচ৪), স্টাডি ভিসা (এফ১), অ্যাকাডেমিক ভিজিটর ভিসা (জে১) বা শর্ট টার্ম বিজনেস/টুরিস্ট ভিসা (বি১ -বি২) -এ আমেরিকায় রয়েছেন, তাদের জন্যও এই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে চলেছে।

নতুন মার্কিন প্রসাশনের তরফে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে আমেরিকায় জন্মগ্রহণ করা সমস্ত শিশুর উপরে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ এই এক মাসের মধ্যে যদি কোনও শিশু জন্ম গ্রহণ করে, যারা মা-বাবা আমেরিকার নাগরিক নন, সে মার্কিন নাগরিকত্ব পেলেও, ২০ ফেব্রুয়ারির পর থেকে জন্মানো শিশুদের মার্কিন নাগরিকত্ব পেতে শর্ত পূরণ করতেই হবে।

বর্তমানে আমেরিকায় প্রায় ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রয়েছে। এদের মধ্যে ইন্দো-আমেরিকান যেমন রয়েছে, তেমনই ভারতীয় নাগরিকত্ব নিয়ে আমেরিকায় বসবাসকারীও রয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই নিউ হ্যাম্পশায়ার ও ম্যাসাচুসেটে মামলা দায়ের হয়েছে।

Next Article