Iron Dome: এবার নিজেই আয়রন ডোম বানাচ্ছে ভারত
আমরা ইজরায়েল থেকে আয়রন ডোম কিনছি না। একদম মেড ইন ইন্ডিয়া আয়রন ডোমই মোতায়েন করা হবে সীমান্তে। ইজরায়েল এখন অন্য কোনও দেশের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে ব্যবসা করার জায়গাতেও নেই। ভারতও তাদের কাছ থেকে এখনই মিসাইল ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে না

দেশের আকাশ এবার আরও সুরক্ষিত হওয়ার পথে। আসছে ইন্ডিয়া মেড আয়রন ডোম। অপারেশন সিঁদুরে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের সব অস্ত্র। তাই বলে আত্মতুষ্টির কিন্তু কোনও জায়গা নেই। তাছাড়া ভারতের দীর্ঘ সীমান্ত বরাবর কোনও একটা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একশো শতাংশ সুরক্ষা দেওয়া সম্ভব নয়। তাই আকাশ প্রতিরক্ষাতেও প্রয়োজন অনুযায়ী একাধিক অস্ত্র দরকার যা কিনা আমাদের দেশের দিকে উড়ে আসা শত্রুর মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেবে।
২০২৩ সালের ৭ই অক্টোবর ইজরায়েলের আয়রন ডোমকে হামাস বোকা বানিয়েছিল ঠিকই। ইরানের মিসাইলের সামনেও একশো শতাংশ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সে। কিন্তু এই আয়রন ডোমই আবার বহু বছর ধরে ইজরায়েলকে সুরক্ষা দিয়ে আসছে। তাই সেরকমই একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভাবনা। তবে, আমরা ইজরায়েল থেকে আয়রন ডোম কিনছি না। একদম মেড ইন ইন্ডিয়া আয়রন ডোমই মোতায়েন করা হবে সীমান্তে। ইজরায়েল এখন অন্য কোনও দেশের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে ব্যবসা করার জায়গাতেও নেই। ভারতও তাদের কাছ থেকে এখনই মিসাইল ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে না। বরং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ভারতের তৈরি আয়রন ডোম কার্যকারিতায় ইজরায়েলকেও পিছনে ফেলবে।





