জেনেভা: বিশ্বব্যাপী ধূমপায়ীদের সংখ্যা বিগত কয়েক বছরে অনেকটা কমেছে। শেষ কয়েক বছরের পরিসংখ্যান বলছে, প্রতি বছরেই কমছে ধূমপায়ীর সংখ্যা। ধূমপানের প্রাণঘাতী পরিণতির কথা মাথায় রেখে এই আসক্তি বন্ধ করার জন্য দেশগুলিকে আরও বেশি করে পদক্ষেপ করার জন্য বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
২০২০ সালের হিসেব বলছে, গোটা বিশ্বে আনুমানিক ১৩০ কোটি মানুষ তামাকজাত দ্রব্য সেবন করেছেন। আগের বছর অর্থাৎ ২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ১৩২ কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক রিপোর্টে এমনই দেখা গিয়েছে।
আরও ভাল খবর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের সমীক্ষা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ধূমপায়ীদের সংখ্যা ১২৭ কোটিতে নেমে আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গবেষণায় এখনও পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে সাত বছরের মধ্যে বিশ্বে প্রায় ৫ কোটি মানুষ ধুমপান ছেড়ে দিয়েছেন। গোটা বিশ্বে জনসংখ্যা যে হারে বাড়ছে, তার নিরীখে ধূমপায়ীদের সংখ্যা এতটা পরিমাণে হ্রাস পাওয়ায় যথেষ্ট আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রিপোর্টে দেখা যাচ্ছে যে ২০০০ সালের হিসেবে গোটা বিশ্বে ১৫ বছরের বেশি বয়সিদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মানুষ তামাকজাত দ্রব্য সেবন করেছেন। তবে ২০২৫ সালের মধ্যে এই পরিসংখ্যান মাত্র এক পঞ্চমাংশে নেমে আসবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেইসাস এক বিবৃতিতে বলেছেন, “প্রতি বছর কম সংখ্যক মানুষকে তামাকজাত দ্রব্য সেবন করতে দেখাটা খুবই উৎসাহজনক। কিন্তু আমাদের এখনও অনেক দূর যেতে হবে এবং তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক কোম্পানিগুলি তাদের প্রাণঘাতী জিনিসপত্র বিক্রি করে যে বিশাল মুনাফা অর্জন করতে সবরকম কৌশল ব্যবহার করবে।”
তামাকজাত দ্রব্য সেবন করার ফলে প্রতি বছর আনুমানিক প্রায় ৮০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। তাদের বেশিরভাগই সরাসরি তাদের নিজস্ব তামাক সেবনের কারণে হয়। বাকি ১২ লাখ মানুষ পরোক্ষভাবে তামাকের ধোঁয়ার কারণে মারা যান বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উঠে এসেছে।
মঙ্গলবার প্রকাশিত ওই রিপোর্টে সতর্ক করা হয়েছে যে ধূমপানের কারণে মৃত্যুর বার্ষিক পরিসংখ্যান কিছু সময়ের জন্য বাড়তে থাকবে। এমনকী তামাকের ব্যবহার হ্রাস পেলেও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কারণ, তামাক ব্যবহারকারীদের এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের একটু একটু করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়।
রিপোর্টে বলা হয়েছে, ৬০ টি দেশ ২০১০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ৩০ শতাংশ তামাক সেবন কমানোর লক্ষ্যে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন দুই বছর আগে বিশ্বব্যাপী তামাকের প্রবণতা নিয়ে সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছিল, তাতে মাত্র ৩২ টি দেশ ছিল এই লক্ষ্যমাত্রা পূরণের পথে।
আরও পড়ুন : Jagdeep Dhankhar: ‘কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে GTA-তে, অমিত মিত্র জবাব দিন’