AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Omicron Variant: হু হু করে নীচের দিকে নামবে ওমিক্রনের গ্রাফ, পরিস্থিতি দেখে বলছেন বিশেষজ্ঞরা

Omicron Variant: মাস দেড়েক আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। এবার সেই ওমিক্রনের দিন শেষ হতে চসেছে বলে আশা বিশেষজ্ঞদের।

Omicron Variant: হু হু করে নীচের দিকে নামবে ওমিক্রনের গ্রাফ, পরিস্থিতি দেখে বলছেন বিশেষজ্ঞরা
বিশ্বের সব দেশেই ছড়িয়েছে ওমিক্রন
| Edited By: | Updated on: Jan 12, 2022 | 4:32 PM
Share

নিউ ইয়র্ক : ওমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগজনক হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে বিশ্বের একাধিক দেশে হু হু করে ছড়িয়েছে সংক্রমণ। বর্তমানে ব্রিটেন ও আমেরিকাতেও ওমিক্রনের সংক্রমণ একেবারে শীর্ষে পৌঁছেছে। তবে এবার ক্রমশ নীচের দিকে নামবে সংক্রমণের সেই গ্রাফ। এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক আলি মোকদাদ জানিয়েছেন, যতটা তীব্র গতিতে ওমিক্রনের সংক্রমণ ওপরের দিকে উঠেছে, সেই গতিতেই নীচের দিকে নামবে।

কারণ হিসেবে গবেষকরা জানাচ্ছেন, এত বেশি মানুষকে সংক্রমিত করেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট যে, মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। ফলে নতুন সংক্রমণের সম্ভাবনা কমছে। সেই সঙ্গে বিশেষজ্ঞরাও এ কথাও জানিয়েছেন যে, ওমিক্রনের দাপট কমলেও করোনা সংক্রমণ নতুন করে কোন দিকে মোড় নেবে, তা এখনই বলা কঠিন। একেকটি দেশে পরিস্থিতি একেক রকম বলেও দাবি করেছেন অধ্যাপক আলি মোকদাদ।

ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক লরেন অ্যানসেল মেয়রস জানিয়েছেন, সপ্তাহখানেকের মধ্য়ে ওমিক্রন আক্রান্তের গ্রাফ আরও ওপরের দিকে উঠে যেতে পারে। তারপর কমতে শুরু করবে সংক্রমণ। সম্প্রতি আমেরিকায় করোনা সংক্রমণ রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। এক দিনে আক্রান্ত হয়েছে ১০ লক্ষের বেশি মানুষ। অধ্যাপক মোকদাদের দাবি, যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন, কার্যত কেউ বাদ যাচ্ছেন না।

ব্রিটেনের ইস্ট অ্যাঙ্গিলা ইউনিভার্সিটির গবেষক পল হান্টার উল্লেখ করেছেন ব্রিটেনেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে। ঠিক যে ভাবে দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ কমেছে, সে ভাবেই সব জায়গাতেই আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। তবে কোভিড বিধির ওপরও সংক্রমণের দাপট নির্ভর করবে বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গত এক সপ্তাহে গোটা ইউরোপে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ লক্ষ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৮ সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক জনসংখ্যা করোনা আক্রান্ত হবেন। তবে আগামী এক সপ্তাহ অত্যন্ত সতর্ক থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : Omicron impact: কোভিড রুখতে এবং মৃত্যুহার ঠেকাতে ভরসা ভ্যাকসিনেই, জোর সওয়াল বিশেষজ্ঞদের

আমেরিকায় গত সোমবার রেকর্ড সংক্রমণের পরিসংখ্য়ান সামনে আসে। একদিনে আক্রান্ত হন ১০ লক্ষ ১৩ হাজার মানুষ। শুধু আমেরিকা নয়, বিশ্বের আর কোনও দেশ একদিনে এত মানুষকে আক্রান্ত হতে দেখেনি এর আগে। স্বাস্থ্যকর্মীর সংখ্যা সে দেশে এতটাই কমে গিয়েছে যে, সে দেশে করোনা আক্রান্ত নার্স বা স্বাস্থ্যকর্মীদের কাজে উপসর্গ না থাকলে বা মৃদু উপসর্গ থাকলে কাজে যোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : PM Security Lapse: প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন! সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে হবে তদন্ত