প্যারিস: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের প্রথমদিনই তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীকে, সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান, ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার’-এ ভূষিত করলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এলিসি প্যালেসে নরেন্দ্র মোদীকে এই সম্মান জানানোর ছবি টুইট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ক্যাপশনে তিনি মুহূর্তটিকে, ‘ভারত-ফ্রান্স অংশীদারিত্বের মেজাজের মূর্ত প্রতীক’ বলে উল্লেখ করেছেন। অরিন্দম বাগচি লিখেছেন, “এই উষ্ণ ব্যবহার ভারত-ফ্রান্স অংশীদারিত্বের মেজাজকে তুলে ধরেছে। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার, গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনারে ভূষিত করেছেন।” এর আগে, গত জুনে মিশর সফরের সময় প্রধানমন্ত্রী মোদীকে, সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান, ‘অর্ডার অফ দ্য নাইল’-এ ভূষিত করা হয়েছিল।
এই সম্মানের জন্য ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁকে ভারতের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিদেশ মন্ত্রক বলেছে, “১৩ জুলাই ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ পুরষ্কার গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনারে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী এই সম্মানের জন্য ভারতের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ম্যাক্রঁকে ধন্যবাদ জানিয়েছেন।” সরকারি বাসভবন এলিসি প্যালেসে, এক ছোট অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান জানান প্রেসিডেন্ট ম্যাক্রঁ। এলিসি প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি ব্যক্তিগত নৈশভোজেরও আয়োজন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। প্যালেসে তাঁকে স্বাগত জানানোর সময়, প্রেসিডেন্ট ম্যাক্রঁর সঙ্গে ছিলেন ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রঁও।
এর আগে, সারা বিশ্বের হাতে গোনা রাষ্ট্রনেতা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সম্মান জানিয়েছে ফ্রান্স। সম্মান প্রাপকদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, ইংল্যান্ডের রাজা চার্লস, প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল বুট্রোস বুট্রোস-ঘালি প্রমুখ। সেই তালিকায় যুক্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। প্রসঙ্গত, বৃহস্পতিবারই দুই দিনের সফরে প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। তাঁকে স্বাগত জানান ফরাসী প্রধানমন্ত্রী বোর্ন। শুক্রবার (১৪ জুলাই) ফরাসি জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে সাম্মানিক অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।