PM Narendra Modi: কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য, আর্জেন্টিনা সফরে গিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী
PM Narendra Modi: তাঁকে উপহার হিসাবে দেওয়া হয়েছে সিটি অব বুয়েনস আইরেসের চাবি। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ জানান। সেই ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

বুয়েনস আইরেস: একাধিক দেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘানা, ত্রিনিদাদের পর তিনি পৌঁছেছিলেন আর্জেন্টিনায়। ৫৭ বছর পর প্রথমবার আর্জেন্টিনা সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। এই সফর নিয়ে প্রধানমন্ত্রী মোদী পোস্ট করে লিখলেন, “আমার আর্জেন্টিনা সফর সফল হয়েছে। আমাদের আলোচনা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও গুরুত্ব যোগ করবে বলে আমি নিশ্চিত।”
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও সে দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে উপহার হিসাবে দেওয়া হয়েছে সিটি অব বুয়েনস আইরেসের চাবি। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান। সেই ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।
My visit to Argentina has been a productive one. I am confident that our discussions will add significant momentum to our bilateral friendship and fulfil the strong potential that exists. I thank President Milei, the Government, and the people of Argentina for their warmth.… pic.twitter.com/JvtcxV5gSt
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরক্ষা, কৃষি, খনিজ, তেল ও গ্যাস নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা হয়েছে বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও। এই দ্বিপাক্ষিক বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ৫৭ বছর পর প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে গেলেন।
Honoured to receive the Key to the City of Buenos Aires from Mr. Jorge Macri, Chief of the City Government of Buenos Aires.@jorgemacri pic.twitter.com/wNggutMwtt
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
এর আগে ২০১৮ সালে তিনি জি-২০ সামিটে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
আর্জেন্টিনা সফর শেষে প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলে যাবেন। সেখানে ৬ ও ৭ জুলাই ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি। ভারত, ব্রাজিল ছাড়াও দক্ষিণ আফ্রিকা, চিন এবং রাশিয়া এর সদস্য। পরে মিশর, ইথিয়োপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি ও ইন্দোনেশিয়াও অংশ হয়। তবে এবারের সম্মেলনে পুতিন বা শি জিনপিং – কেউই যোগ দেবেন না।





