Israel: রাজনৈতিক স্বার্থে দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করছেন নেতানিয়াহু? প্রতিবাদে পথে জনস্রোত

Benjamin Netanyahu: গ্যালান্ট ছিলেন একজন মেজর জেনারেল পদমর্যাদার প্রাক্তন সেনাকর্তা। অতীতে গাজা ও লেবাননের যুদ্ধে অংশও নেন তিনি। তাঁর বদলে বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন নেতানিয়াহু। যাঁর কোনও সামরিক অভিজ্ঞতাই নেই।

Israel: রাজনৈতিক স্বার্থে দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করছেন নেতানিয়াহু? প্রতিবাদে পথে জনস্রোত
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Nov 07, 2024 | 3:22 PM

ওয়াশিংটন: পশ্চিম এশিয়ার যুদ্ধে নতুন মার্কিন প্রেসিডেন্টকে কী ভূমিকায় দেখা যাবে? ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে ইজরায়েলকে কতটা সাহায্য করবেন? প্যালেস্তাইন ও লেবানন নিয়েই বা তাঁর অবস্থান কী হবে- এইসবের দিকে এখন তাকিয়ে গোটা দুনিয়া। আর ঘটনাচক্রে ট্রাম্প যখন ভোটে জিতলেন, তখনই ইজরায়েলে আরম্ভ হয়ে গেল প্রবল ডামাডোল। তেল আভিভ, জেরুজালেম, হাইফা-সহ নানা শহরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন। তাঁরা নানা জায়গায় গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। পুলিশ ধরপাকড় শুরু করেছে। সাধারণ মানুষের বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধীরাও। তার কারণ, যুদ্ধের মধ্যেই খোদ প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে সরিয়ে দিয়েছেন নেতানিয়াহু।

ইয়োভ গ্যালান্টের সমর্থনেই ইজরায়েলে শুরু হয়েছে বিক্ষোভ। গত সপ্তাহেই যুদ্ধ সংক্রান্ত গোপন তথ্য বিদেশি সংবাদমাধ্যমে পাচারের অভিযোগে নেতানিয়াহুর দফতরের এক অফিসারকে গ্রেফতার করে পুলিশ। এরপরই প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নেতানিয়াহুর। তবে সাধারণ মানুষের একাংশের মতে, নিজের রাজনৈতিক স্বার্থে দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করছেন নেতানিয়াহু।

গ্যালান্ট ছিলেন একজন মেজর জেনারেল পদমর্যাদার প্রাক্তন সেনাকর্তা। অতীতে গাজা ও লেবাননের যুদ্ধে অংশও নেন তিনি। তাঁর বদলে বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন নেতানিয়াহু। যাঁর কোনও সামরিক অভিজ্ঞতাই নেই। প্রশ্ন হল, কেন যুদ্ধের মধ্যেই খোদ প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী?

শোনা যাচ্ছে, ইয়োভ গ্যালান্ট চাইছিলেন অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে হামাসের সঙ্গে আলোচনা শুরু করা হোক। যাতে পণবন্দিদের ফিরিয়ে আনা যায়। যা কিনা মানছিলেন না নেতানিয়াহু। তাই তিনি বলেছেন যে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কে বিশ্বাসের অভাব তৈরি হয়েছিল। সেই কারণেই বরখাস্ত। আর তার প্রতিবাদেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। কারণ, তাঁরা চাইছেন আগে তাঁদের পণবন্দি আত্মীয় স্বজনেরা ঘরে ফিরে আসুন। তারপর না হয় গাজা গুঁড়িয়ে দেওয়ার বাকি কাজটা শেষ করা যাবে।

ইজরায়েলে সবাইকে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণে যেতে হয়। এ থেকে একমাত্র ছাড় পায় আলট্রা অর্থোডক্স কমিউনিটি। ইয়োভ গ্যালান্ট এই নিয়মের বিরোধিতা করেন। জোট সরকারে কিছু দক্ষিণপন্থী দল চাইছিল গাজায় এবার ইহুদি বসতি তৈরির কাজ শুরু হোক। গ্যালান্ট তারও বিরোধিতা করেন। অথচ এই আলট্রা অর্থোডক্স ও প্রো-সেটলার পার্টির সমর্থনে নেতানিয়াহু গদি টিকিয়ে রেখেছেন। আর গদি টিকিয়ে রাখতে তাই নিজের দলের নেতাকেই বলি দিলেন তিনি।

৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?