Fire: দাউদাউ করে জ্বলছে উল্টোডাঙার রেললাইনের ধারের বস্তি, পুড়ে ছাই ১০-১২টি ঘর

Slum Fire: সাতসকালেই আগুন উল্টোডাঙায় রেললাইনের ধারে বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।

Fire: দাউদাউ করে জ্বলছে উল্টোডাঙার রেললাইনের ধারের বস্তি, পুড়ে ছাই ১০-১২টি ঘর
উল্টোডাঙার বস্তিতে আগুন।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 9:38 AM

কলকাতা: রবিবারের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সাতসকালেই আগুন উল্টোডাঙায় রেললাইনের ধারে বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকেও। শেষ আপডেট অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

এ দিন সকালেই উল্টোডাঙা রেললাইনের ধারে বস্তিতে আগুন লাগে। জানা গিয়েছে, একটি তুলোর দোকান থেকেই আগুন লেগেছে। কমপক্ষে ১০-১২টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। তারা চারিদিক থেকে অগ্নিস্থলটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

দমকলের তরফে জানানো হয়েছে, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়িগুলির আগুন নেভানোর কাজ চলছে। পাশাপাশি পকেট ফায়ার রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কী থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বস্তির ঘরগুলিতে গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুনের তাপে সেগুলিতেও বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। তড়িঘড়ি দমকলকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে সেই সিলিন্ডারগুলি বের করে আনার চেষ্টা করা হচ্ছে।