Bangladesh Protest: জনতার দখলে গণভবন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে বিক্ষুব্ধ জনতা

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 05, 2024 | 3:38 PM

Bangladesh: গণভবনের দখল নিয়েছে আন্দোলনকারী জনগণ। ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি। জনরোষের মুখে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে বৈঠক করার পরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সেনা হেলিকপ্টারে চেপে দেশ ছাড়েন তিনি। ত্রিপুরার আগরতলায় এসেছেন তিনি।

Bangladesh Protest: জনতার দখলে গণভবন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে বিক্ষুব্ধ জনতা
ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি। গণভবন জনতার দখলে।
Image Credit source: X

Follow Us

ঢাকা: অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। জনগণের প্রতিরোধের মুখে মাথা নোয়াতে হল হাসিনা সরকারকে। ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। দেশ ছেড়েছেন তিনি। অন্যদিকে গণভবনের দখল নিয়েছে আন্দোলনকারী জনগণ। ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibar Rahaman) মূর্তি।

অসহযোগ আন্দোলনের জেরে রবিবার থেকেই অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ। দফায় দফায় সংঘর্ষ হয়। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আজ, সোমবার সকাল থেকেও উত্তপ্ত বাংলাদেশ। জনরোষের মুখে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে বৈঠক করার পরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। সেনা হেলিকপ্টারে চেপে দেশ ছাড়েন তিনি। ত্রিপুরার আগরতলায় এসেছেন তিনি।

এদিকে, হাসিনার দেশ ছাড়ার খবর যখন রটছে, তখনই গণভবনের দখল নেয় বিক্ষুব্ধ জনতা। শয়ে শয়ে মানুষকে গেট টপকে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকতে দেখা যায়। উল্লাস করতে দেখা যায় তাদের। হাসিনার বিরুদ্ধে তাদের স্লোগান দিতে শোনা যায়।

গণভবনের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙা হচ্ছে শেখ মুজিবর রহমানের মূর্তিও। সেনা প্রধান জনগণকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেছেন।

Next Article