ঢাকা: জ্বলছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের ইস্তফার দাবিতে কাতারে কাতারে মানুষ নেমেছেন রাস্তায়। আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে ঢাকার রাজপথ। শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে কোনও নিরাপদ জায়গায় গা ঢাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেনার শাসন জারি করা হতে পারে বাংলাদেশে। গণভবনের দখল নিয়ে নিয়েছে আন্দোলনকারীরা। বাংলাদেশের এই টালমাটাল অবস্থার প্রতি মুহূর্তের আপডেট পান এখানে –
আর কখনও রাজনীতিতে ফিরবেন না শেখ হাসিনা। দেশ ছাড়ার পর এমনটাই বলেছিলেন তাঁর পুত্র। শুধু তাই নয়, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে যে বঙ্গবন্ধুর পরিবার আর ভাববে না, সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছিলেন, ‘মা অত্যন্ত হতাশ’। গত সোমবার থেকে ভারতেই আছেন শেখ হাসিনা। আর বুধবার নতুন বার্তা দিলেন জয়।
বিস্তারিত পড়ুন: ‘মা রাজনীতিতে ফিরবে না…’, বলেছিলেন জয়, ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন বার্তা হাসিনা-পুত্রের
কবে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ? চাপানউতোর চলছিলই। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানাচ্ছেন বৃহস্পতিবার বিকালেই হতে পারে শপথ গ্রহণ। তিনি আরও জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মহম্মদ ইউনুস বৃহস্পতিবারই দায়িত্ব নেবেন। ওইদিন দুপুরেই তিনি আসছেন।’
নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের সাজা বাতিল করল শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় হয়েছিল আগে। সেই সাজা এদিন বাতিল হয়ে গেল।
“তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা ও জ্ঞানের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।” ভিডিয়ো বার্তা খালেদা জিয়ার।
৮ অগস্ট দুপুরে দেশে ফিরতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তাঁকে প্রধান করেই পরবর্তী সরকার গঠন নিয়ে তোড়জোড় চলছে সে দেশে।
কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটক ভেঙে পালিয়ে গিয়েছে ৪০ থেকে ৫০ জন বন্দি। জানা যাচ্ছে এমনটাই। তবে কোনও অস্ত্র লুট হয়নি বলে খবর জেল সুপারের কার্যালয় সূত্রে।
এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতীয় হাই কমিশনের ১৯০ জন কর্মীকে ফিরিয়ে আনা হল। ২০ জন কর্মী এখনও ঢাকায় রয়েছেন বলেই জানা গিয়েছে।
বাংলাদেশে কমপক্ষে ৪৫০টি থানায় ভাঙচুর, অস্ত্র লুটপাট করা হয়েছে বলে অভিযোগ। একাধিক থানায় আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি।
সূত্রের খবর, আপাতত হিন্দন এয়ারবেসের আশেপাশেই কোনও সেফ হাউসে রয়েছেন হাসিনা। শীঘ্রই তাঁকে আরও বড় ও নিরাপদ কোনও জায়গায় স্থানান্তরিত করা হতে পারে। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে যে যে সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবকিছুরই ব্যবস্থা করা হচ্ছে শেখ হাসিনার জন্য।
বিস্তারিত পড়ুন: হিন্দন থেকে সফদরজংয়ে ঘনঘন বায়ুসেনার স্পেশাল ড্রিল, কী হচ্ছে সেখানে?
আশ্রয় চাননি, তার আগেই বন্ধ হয়ে গেল দরজা। শেখ হাসিনার (Sheikh Hasina) মুখের ওপরে দরজা বন্ধ করে দিল আমেরিকা। বাংলাদেশ ছাড়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে পাকাপাকিভাবে ভারতে নয়, অন্য কোনও দেশে আশ্রয় নিতে পারেন মুজিব কন্যা, এমনটাই সূত্রের খবর। কোন দেশে যাবেন, এই নিয়ে যখন সংশয়-ধোঁয়াশা তৈরি হচ্ছে, তখনই বড় পদক্ষেপ আমেরিকার। বাতিল করে দেওয়া হল শেখ হাসিনার কূটনৈতিক ভিসা (Diplomatic Visa)।
বিস্তারিত পড়ুন: হাসিনার মুখের ওপরে দরজা বন্ধ করে দিল আমেরিকা! এবার কোথায় যাবেন মুজিব-কন্যা?
আরও দীর্ঘ হতে পারে হাসিনার থাকার মেয়াদ। দু-তিনদিন নয়, তারও বেশি সময় ভারতে থাকতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্য়েই হাসিনার দীর্ঘমেয়াদে থাকার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী। যতক্ষণ পর্যন্ত অন্য কোনও দেশে আশ্রয় পাচ্ছেন না, ততক্ষণ ভারতেই থাকবেন শেখ হাসিনা।
বিস্তারিত পড়ুন: মানসিকভাবে ভেঙে পড়েছেন হাসিনা! এই প্রশ্ন পাড়তেই পারলেন না ডোভাল…
ঢাকা, উত্তরা সহ একাধিক জায়গায় জারি অশান্তি। আওয়ামী লিগের সদস্য ও সংখ্যালঘুদের উপরে চলছে নির্বিচারে অত্যাচার। ভাঙচুর, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো খবর আসছে। বিভিন্ন থানায় আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। পুলিশকর্মী, র্যব সহ কমপক্ষে ২১ জনের দেহ উদ্ধার হয়েছে ঢাকা থেকে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিচ্ছেন অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। তবে রাষ্ট্রপতির ঘোষণা আগে বিবিসিকে ইউনিস বলেছিলেন, “যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?”
ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করল আমেরিকা
১. ড. মহম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা
২. ড. বদিউল আলম মজুমদার
৩. মতিউর রহমান চৌধুরী (মানবজমিন)
৪. ড. আসিফ নজরুল
৫. ড. সলিমুলিলাহ খান
৬. ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন
৭. মেজর জেনারেল মুনিরুজজামান
৮. আলোকচিত্র শিল্পী শহিদুল আলম
৯. সৈয়দা রেজওয়ানা হাসান
১০. ডা: পিনাকী ভট্টাচার্য
১১. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১২. প্রজেশ চাকমা*
– সরকারের মেয়াদ ৩-৬ বছর (সর্বোচ্চ)।
– মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
– সংসদ ভেঙ্গে দিয়ে ৬ অগস্ট বিকালের মধ্যেই সরকার গঠন।
– প্রধান বিচারপতির অপসারণ/পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ।
– আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে)।
– নির্বাচন কমিশন পুনর্গঠন।
– সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল।
– সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল।
– ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
– জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা।
– বিগত ১৫ বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ।
– দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন।
বেলা ৩টে পর্যন্ত সময় দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সময়সীমা মেনেই বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।
দেশ ত্যাগের পথে গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী মহম্মদ হাসান মাহমুদকেও।
মঙ্গলবার দুপুর তিনটের মধ্যেই সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিলেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের এদিন আরও দুই ছাত্রনেতাকে পাশে রেখে এক ভিডিয়ো বার্তা দেন। সেখানে নাহিদ বলেন, “রাষ্ট্রপতি গতকাল বলেছেন যে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু আমরা এখনও দেখছি যে হাসিনার সংসদ রয়ে গিয়েছে।” ৩টের মধ্যে যদি “সংসদের বিলুপ্তি ঘোষণা” না করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন “কঠোর কর্মসূচি দিতে বাধ্য” হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ।
যে এলাকায় কাঁটাতার নেই, সেই অংশে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছেন বিএসএফ জওয়ানেরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মহদিপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাঙরাবান্ধায় বিশেষ নজর রয়েছে। এছাড়া গ্রামাঞ্চলে সীমান্তে জওয়ানদের তরফে সতর্ক নজরদারিও চলছে।
বিস্তারিত পড়ুন: বাংলাদেশের জেল থেকে মুক্ত কয়েক’শ বন্দি, বাংলার কাঁটাতার-হীন সীমান্তে বাড়ছে আতঙ্ক, বসছে নাইট-ভিশন ক্যামেরা
সূত্রের খবর, খুব শীঘ্রই সব দলকে নিয়ে বৈঠক ডাকতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান। এই বৈঠকেই পরবর্তী সরকারের রূপরেখা ঠিক হবে। ইতিমধ্যেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার জেলমুক্তির নির্দেশিকা জারি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
বিস্তারিত পড়ুন: হাসিনার পর বাংলাদেশের নেতৃত্বে নোবেলজয়ী মহম্মদ ইউনুস? কী চাইছেন ছাত্ররা
সোমবার যখন বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস চলছে, তখন পাঁচতারা হোটেলে লাগিয়ে দেওয়া হল আগুন। ঝলসে মৃত্যু হল অন্তত ১৮ জনের। বাংলাদেশের যশোরের ওই হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায় সোমবার বিকেল ৪টের দিকে। জাবি ইন্টারন্যাশনাল নামে ওই হোটেলের মালিক শাহীন চাকলাদার আওয়ামি লীগের সদস্য।
বিস্তারিত পড়ুন: পাঁচতারা হোটেলের সিঁড়িতে ছড়িয়ে দেওয়া হয় পেট্রল, যশোরে ঝলসে মৃত্যু অন্তত ১৮ জনের
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিলেও, হিংসার আগুন নেভেনি। সোমবার দিনভর হিংসায় কমপক্ষে ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। শাসক দল আওয়ামি লিগ ও সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে বলে খবর। অসমর্থিত সূত্রের দাবি, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।
রাষ্ট্রপতির ঘোষণার পরই ভোর ৬টা থেকে শিথিল করা হয়েছে কার্ফু। আজ থেকে বাংলাদেশের সমস্ত সরকারি, বেসরকারি অফিস ও আদালত খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
ভাঙল সরকার। জনআন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ছেড়েছেন দেশ। আপাতত সেনার হাতেই বাংলাদেশের শাসনভার। ঘটনাবহুল সোমবার মধ্য রাতেও বড় চমক। বিশেষ ঘোষণা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। মধ্য রাতে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পর আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা করেন।
বিস্তারিত পড়ুন: মধ্যরাতে সংসদ ভাঙার ঘোষণা রাষ্ট্রপতির, কবে নির্বাচন বাংলাদেশে?
নোয়াখালীর দুটি থানায় আগুন। পুলিশের গুলিতে অন্তত তিন ব্যক্তির মৃত্যু হল। নিহত হয়েছেন দুই পুলিশকর্মীও। গুলিবিদ্ধ হয়েছেন আরও প্রায় জনা পঞ্চাশেক।
বরিশালের আওয়ামি লিগ শাখার সাধারণ সম্পাদক তথা বরিশাল সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় তিনটি লাশ। তবে ঘটনার সময় সাদিক আবদুল্লাহ বাড়িতে ছিলেন না।
মঙ্গলবার ভোর থেকেই বাংলাদেশে কারফিউ প্রত্যাহার করা হচ্ছে। এদিন রাতে বাংলাদেশ সেনাাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার ভোর ৬টা থেকে কারফিউ তুলে নেওয়া হবে। সব অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা খুলে যাবে।
ভারত সরকার সূত্রে খবর, শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে ভারতীয় বায়ুসেনা ও ভারতের অন্যান্য নিরাপত্তা সংস্থা। তাঁকে হিন্দোন ঘাঁটি থেকে আরেকটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, তা কোথায় তা জানায়নি সরকার।
চূড়ান্ত অরাজকতা বাংলাদেশে। হামলা সাতক্ষীরা জেলা কারাগার ও শেরপুর জেলা কারাগারে। হামলাকারীরা জেলের গেট ভেঙ্গে অধিকাংশ আসামি ও কয়েদিদের বের করে দিয়েছে। পাশাপাশি লুটপাট অস্ত্র ও মূল্যবান সামগ্রী। পুলিশ সদর দপ্তরসহ রাজধানী ঢাকার ১৩টি থানাতেও হামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, মহম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বলেছেন, “ছাত্রজনতাকে অনুরোধ করছি, এই মুহুর্ত থেকেই সকল বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে তারা যেন ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করে।”
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া সব রাজ্যের ডিজিদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্য অসম, ত্রিপুরা , মেঘালয়-সহ সব রাজ্যের ডিজিরা এই ভার্চুয়াল বৈঠকে ছিলেন। বাংলাদেশ সীমান্তের বড় অংশ কাঁটাতারহীন। জলসীমান্তও রয়েছে। বিএসএফের সঙ্গে কো-অর্ডিনেশন রেখে পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে ডিজি- দের। যদিও সীমান্ত পাহারা বা সিদ্ধান্ত নিয়ে পুলিশের কিছু করার নেই। পরিস্থিতির দিকে নজর এবং অতি অবশ্যই সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখতে বলা হয়েছে।
লালবাজার সূত্রে খবর কলকাতার বাংলাদেশ হাই-কমিশনের সামনে আগে যে পরিমাণ নিরাপত্তা ছিল, তার থেকে আরও নিরাপত্তা আজ বাড়ানো হল।
বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার নরাইলের বাড়িতে আগুন। আওয়ামি লিগ দলের হুইপ পদে ছিলেন সাংসদ মাশরাফি।
Awami League MP Mashrafe Mortaza’s house set on fire. pic.twitter.com/GAVN7YLVxb
— Avinash K S🇮🇳 (@AvinashKS14) August 5, 2024
“১৯৯৯ সালে মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর ইসলামপন্থীদের খুশি করার জন্য হাসিনা আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছিলেন এবং আমাকে আর কখনও দেশে প্রবেশ করতে দেননি। ছাত্র আন্দোলনে সেই ইসলামপন্থীরাই আজ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করল।” সোশ্যাল মিডিয়ায় লিখলেন লেখিকা তসলিমা নাসরিন।
Hasina in order to please Islamists threw me out of my country in 1999 after I entered Bangladesh to see my mother in her deathbed and never allowed me to enter the country again. The same Islamists have been in the student movement who forced Hasina to leave the country today.
— taslima nasreen (@taslimanasreen) August 5, 2024
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে জেলমুক্তি নির্দেশ দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি
সদ্য প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রীর ছেলে, সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মায়ের আর রাজনৈতিক প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই। গভীর হতাশা গ্রাস করেছেন তাঁকে। কারণ বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন তিনি। তা সত্ত্বেও একাংশের বিরোধিতার মুখোমুখি হয়েছেন তিনি।
বাংলাদেশে অস্থিরতার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির জরুরী বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী। অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমন, এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব এবং প্রধানমন্ত্রী দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিরা আছেন বৈঠকে।
হিন্দোন বিমানঘাঁটিতেই ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত নয় ব্রিটেন, এমনটাই সূত্রের খবর
শেখ হাসিনা হিন্দোন বিমানঘাঁটিতে নামার কিছু পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান বিদেশমন্ত্রী।
বাংলাদেশি বায়ুসেনার বিমানে ভারতে এসে পৌঁছলেন শেখ হাসিনা। দিল্লির কাছে ভারতীয় বায়ুসেনার হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে এসে নামলেন সদ্য প্রাক্তন বাংলাদেশী প্রধানমন্ত্রী।
ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত বাংলাদেশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসভবনেও হামলা করেছে আন্দোলনকারীরা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাঁর বাসভবনে।
গণভবনের ভিতর জনতার উল্লাসের ছবি ধরা পড়েছে। এক ব্যক্তিকে প্রধানমন্ত্রীর বাসভবনের খাটেও শুয়ে থাকতে দেখা যায়। গণভবনের সুইমিং পুলেও দাপাচ্ছে জনতা।
গণভবন আমাদের দখলে🥹✊#Bangladesh pic.twitter.com/BG4lDhRfP4
— Mir Rafi (@rafimiir) August 5, 2024
‘গণভবন’ নামের পূর্ণতা পেল আজ!
The name ‘Ganabhavan’ was fulfilled today!😌😌😌😌#Bangladesh #independent #NewEra #GOLD pic.twitter.com/nycbCnCZCL— Samjam (@samajhnm) August 5, 2024
ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আপাতত সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামি লিগের কার্যালয়, ঢাকার জেলা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
সূত্রের খবর, আগরতলা থেকে বায়ুসেনার বিমানে দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি লন্ডনে উড়ে যেতে পারেন বলে শোনা যাচ্ছে।
সোমবার দুপুরে হাসিনার দেশত্যাগের পর তাঁর সরকারি বাসভবন গণভবনের দখল নিয়েছিল আন্দোলনকারী ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তাঁরা। বহু মানুষকে দেখা যায়, টিভি, আসবাবপত্র লুঠ করে নিয়ে যেতে।
তবে কাদের নিয়ে এই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই বিষযে বিস্তারিত জানাননি বাংলাদেশি সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, বঙ্গবভনে গিয়ে আরও আলোচনা করে তা ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। আন্দোলকারী ছাত্রদের তিনি শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
হাসিনা সরকারের পতন। সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের সেনাপ্রধান জানালেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। হিংসা ছেড়ে আন্দোলনকারীদের সহযোগিতা চাইলেন সেনাপ্রধান।
ঢাকার রাস্তায় তাণ্ডব, ভাঙার চেষ্টা বঙ্গবন্ধুর মূর্তি।
ভারতের আগরতলায় পৌঁছে গেলেন শেখ হাসিনা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার দেশ ছাড়ার ছবি। একটি সামরিক কপ্টারে করে তিনি ও তাঁর বোন শেখ রেহানা দেশ ছাড়েন।
Bangladesh PM Sheikh Hasina departed to a “Safer Place” at around 2:30pm accompanied by her younger sister Sheikh Rehana.
High possibility of a Military Coup in Bangladesh 🇧🇩#Bangladeshis #Dhaka #SheikhHasina pic.twitter.com/4MZtmzHUzx
— Veena Jain (@DrJain21) August 5, 2024
সূত্রের খবর, দেশ ছাড়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিয়েছেন শেখ হাসিনা।
সূত্রের খবর, দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সেই সুযোগও দেযা হযনি।
সূত্রের খবর, এদিন সেনা প্রধানের সঙ্গে এক বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তারপরই তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেয় সেনা। তাঁকে তিনটি দেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। দেশ ছাড়ার জন্য তাঁকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’। সেই গণভবন এখন সাধারণ মানুষের দখলে। লাখো লাখো মানুষ গণভবনের দখল নিয়েছেন বলে সুত্রের খবর। সেনার পক্ষ থেকেও তাদের বাধা দেওয়া হচ্ছে না বলে খবর।
দেশ ছাড়লেন হাসিনা। গণভবন থেকে সরাসরি একটি হেলিকপ্টারে করে বেরিয়ে যেতে দেখা যায় শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানাকে। বিবিসি সূত্রে খবর, তিনি ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।