AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশের জেল থেকে মুক্ত কয়েক’শ বন্দি, বাংলার কাঁটাতার-হীন সীমান্তে বাড়ছে আতঙ্ক, বসছে নাইট-ভিশন ক্যামেরা

Bangladesh Jail: যে এলাকায় কাঁটাতার নেই, সেই অংশে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছেন বিএসএফ জওয়ানেরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মহদিপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাঙরাবান্ধায় বিশেষ নজর রয়েছে। এছাড়া গ্রামাঞ্চলে সীমান্তে জওয়ানদের তরফে সতর্ক নজরদারিও চলছে।

বাংলাদেশের জেল থেকে মুক্ত কয়েক'শ বন্দি, বাংলার কাঁটাতার-হীন সীমান্তে বাড়ছে আতঙ্ক, বসছে নাইট-ভিশন ক্যামেরা
সীমান্তে চলছে নজরদারি
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 11:32 AM
Share

দার্জিলিং: সরকার পতনের বাংলাদেশে থানা থেকে কারাগার সর্বত্র চলছে হামলা। কারাগারে হামলা হওয়ায় মুক্ত হয়েছেন নিষিদ্ধ জামাতের সদস্য থেকে ইসলামিক ছাত্র শিবিরের বন্দিরাও। আর তাতেই এপার বাংলায় বেড়েছে আতঙ্ক। অনুপ্রবেশের আশঙ্কায় ‘নাইট ভিশন’ ক্যামেরা নিয়ে সারা রাত পাহারা দিল বিএসএফ (BSF)।

সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পরও থামেনি অস্থিরতা। ১৩টি থানা ও দুটি কারাগারে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। একাধিক বন্দিকে মুক্ত করেছেন আন্দোলনকারীরা। আর তাতেই বেড়েছে আতঙ্ক। সতর্ক করা হয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীকে।

ইন্টেলিজেন্স ব্যুরো(IB)-র খবর অনুযায়ী, হাসিনা সরকারের আমলে ভারত বিরোধী কার্যকলাপের জেরে জামাত ও ইসলামিক ছাত্র শিবিরের অনেককে গ্রেফতার করা হয়েছিল। সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেওয়ার মতো বেশ কিছু অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তারাও এবার মুক্ত হয়েছে বলে সূত্রের খবর।

এই পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ ও অন্যান্য গণ্ডগোলের আশঙ্কা থাকছে। বাংলাদেশে যেভাবে রাতের অন্ধকারে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো খবর এসেছে, তাতে বিএসএফ সতর্কতা বাড়িয়েছে আরও। হাসিনার দল তথা আওয়ামী লিগের সদস্যদের ওপর আক্রমণের ঘটনা বাড়ছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে তারাও সীমান্ত পেরিয়ে এদেশে আসার চেষ্টা করতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশেষ করে যে এলাকায় কাঁটাতার নেই, সেই অংশে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছেন বিএসএফ জওয়ানেরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মহদিপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাঙরাবান্ধায় বিশেষ নজর রয়েছে। এছাড়া গ্রামাঞ্চলে সীমান্তে জওয়ানদের তরফে সতর্ক নজরদারিও চলছে।

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্ত রয়েছে ২ হাজার ২১৭ কিমি জুড়। যার মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে ৯১৩.৩২৪ কিমি এবং জলসীমান্ত রয়েছে ৩৬৩.৯৩০ কিমি। অন্যদিকে, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থলসীমান্ত রয়েছে ৯৩৬.৭০৩ কিমি। দক্ষিণবঙ্গে প্রায় ৫৩৮ কিমি এবং উত্তরবঙ্গে ৩৭৫ কিমি অংশে কোনও কাঁটাতার নেই। অর্থাৎ ৯১৩ কিমি অংশ কাঁটাতার বিহীন অবস্থায় পড়ে রয়েছে।

অবসরপ্রাপ্ত পুলিশকর্তাদের দাবি, জামাত, ইসলামি ছাত্র শিবিরের কার্যকলাপ বাড়লে শুধু বিএসএফ নয়, এপারে পুলিশের ইন্টালিজেন্সকেও আরও শক্তিশালী করতে হবে।