Imran Khan Arrest : ‘বড় ভুল হবে…,’ ইমরান খানের গ্রেফতারি প্রসঙ্গে হুঁশিয়ারি কুরেশির

Imran Khan Arrest : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে, ইমরান খানের জামিনের মেয়াদ শেষ হলেই তাঁকে গ্রেফতার করা হবে। এর পাল্টা পিটিআই ভাইস চেয়ারম্যান বলেছেন যে, ইমরান খানকে গ্রেফতার করা বড় ভুল হবে।

Imran Khan Arrest : 'বড় ভুল হবে...,' ইমরান খানের গ্রেফতারি প্রসঙ্গে হুঁশিয়ারি কুরেশির
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 8:50 PM

ইসলামাবাদ : পাকিস্তানে নতুন সরকার গঠনের পর থেকেই পাকিস্তানের রাজনীতিকে নিত্য নতুন মোড় নিতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে গতকাল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ ফুরিয়ে গেলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। এরপরই পিটিআই-র ভাইস-চেয়ারম্যান গর্জে উঠেছে। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী, তিনি পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন,পিটিআই চেয়ারম্যান ইমরান খানের কিছু হয়ে গেলে তিনি ‘আত্মঘাতী হামলা চালাবেন’।

পেশোয়ার হাইকোর্ট গত ২ রা জুনই তিন সপ্তাহের জন্য় ট্রানসিট জামিন দিয়েছে পিটিআই-র চেয়ারম্যানকে। ৫০ হাজার টাকার জামিন বন্ডের বিপরীতে এই জামিন মঞ্জুর করেছে। রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খানকে দুই ডজনেরও বেশি মামলায় অভিযুক্ত করা হয়েছে। দাঙ্গা, রাষ্ট্রদ্রোহ, বিশৃঙ্খলা ও ফেডারেশনে সশস্ত্র হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরই পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ইমরান খানের বানি গালার বাসভবনের সামনে নিরপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। আদালত কর্তৃক প্রদত্ত সুরক্ষামূলক জামিনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হবে। পাক মন্ত্রীর এই উক্তির তীব্র প্রতিরোধের শোনা গিয়েছে এক পিটিআই সদস্যের কণ্ঠে। পাকিস্তানের এক স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি একটি ভিডিয়ো বিবৃতিতে বলেছেন, দেশের শাসক দল যদি ইমরান খানকে আঘাত দেওয়ার চেষ্টা করে তিনি তাঁদের ও তাঁদের সন্তানদের ছেড়ে কথা বলবেন না। তাঁর কথায়, ‘এখানে আমার মতো হাজার হাজার আত্মঘাতী বোমারু নিজেদের উড়িয়ে দিতে তৈরি রয়েছে [যদি ইমরান খানের কিছু হয়।]।’

এদিকে পিটিআই-র ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘ইমরান খানকে গ্রেফতার করা হলে পিটিআই কঠোরভাবে প্রতিশোধ নেবে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইমরান খানকে গ্রেফতার করা একটি রাজনৈতিক ভুল হবে।’