Russian citizenship: চোখের নিমেষে রুশ নাগরিক হয়ে যাবেন ইউক্রেনের বাসিন্দারা! পুতিনের নয়া আদেশনামা

Russian citizenship decree: সোমবার (১১ জুলাই) রুশ নাগরিকত্ব পাওয়ার 'ফাস্ট-ট্র্যাক রুট', অর্থাৎ, দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুবিধার পরিধি আরও প্রসারিত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন থেকে ইউক্রেনের সমস্ত বাসিন্দারাই যাতে এই সুবিধা পান, এই বিষয়ে একটি আদেশনামা স্বাক্ষর করলেন তিনি।

Russian citizenship: চোখের নিমেষে রুশ নাগরিক হয়ে যাবেন ইউক্রেনের বাসিন্দারা! পুতিনের নয়া আদেশনামা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 1:16 AM

মস্কো: চাইলেই নিমেষে রাশিয়ার নাগরিকত্ব পাবেন উইক্রেনের যে কোনও নাগরিক। সোমবার (১১ জুলাই) রুশ নাগরিকত্ব পাওয়ার ‘ফাস্ট-ট্র্যাক রুট’, অর্থাৎ, দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুবিধার পরিধি আরও প্রসারিত করলেন। এতদিন পর্যন্ত, শুধুমাত্র ইউক্রেনের দনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের বাসিন্দাদারা এবং দক্ষিণ জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের বাসিন্দারা এই সুবিধা পেতেন। এবার, এই দ্রুত রুশ নাগরিকত্ব পাওয়ার যোগ্য করা হল ইউক্রেনের সমস্ত বাসিন্দাদেরই। সোমবার এই বিষয়ে একটি আদেশনামা স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

২০১৯ সালেই দনেৎস্ক এবং লুহানস্কের বাসিন্দাদের জন্য এই দ্রুত রুশ নাগরিকত্ব দান করা শুরু করেছিল মস্কো। চলতি বছরেই পূর্ব ইউক্রেনের এই দুই অঞ্চলের জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ মানুষ রুশ পাসপোর্ট পেয়েছেন। সংখ্যাটা সব মিলিয়ে ৭ লক্ষ ২০ হাজারেরও বেশি! এঁরা সকলেই রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলির বাসিন্দা। ইউক্রেনে সরকারিভাবে রুশ হামলা শুরুর তিন মাস পর, গত মে মাসের শেষের দিক থেকে জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের বাসিন্দাদেরও দ্রুত-নাগরিকত্ব দিতে শুরু করেছে ক্রেমলিন।

এদিকে, ভ্লাদিমির পুতিন এই পদক্ষেপ করার মাত্র কয়েক ঘন্টা আগেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ফের গোলাবর্ষণ করে রাশিয়া। এদিনের হামলায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৩১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শহরের তিন জায়গায় রুশ সেনাবাহিনী তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ টেলিগ্রামে বলেছেন, ‘রুশ বাহিনী রাতের অন্ধকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে খারকিভের একটি স্কুল, একটি আবাসিক ভবন এবং একটি গুদামঘর ধ্বংস করেছে। একচেটিয়াভাবে অসামরিক স্থাপনার উপর হামলা চালানো হয়েছে। এটা পুরোপুরি সন্ত্রাসবাদ।’

সোমবার সকালেও শহরে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন গভর্নর। তিনি জানান, ‘এখনও একাধিক রকেট লঞ্চার থেকে গোলাগুলি ছুটে আসছে। হাসপাতালে যাদের ভর্তি করতে হয়েছে, তাদের মধ্যে ৪ বছর এবং ১৬ বছর বয়সী শিশু-কিশোরও রয়েছে। শপিং সেন্টার এবং শান্তিপূর্ণ খারকিভ বাসিন্দাদের বাড়িগুলির মতো অসামরিক স্থাপনাগুলির উপরই শুধুমাত্র রুশ বাহিনী হামলা চালাচ্ছে। বেশ কয়েকটি গোলা নাগরিকদের বাড়ির উঠোনে এসে পড়েছে। কয়েকটি পড়েছে গ্যারেজে। সেখানে রাখা গাড়িগুলিও ধ্বংস হয়েছে। বেশ কয়েকটিতে আগুন লেগে গিয়েছে।’

শনিবার সন্ধ্যায়, দনেৎস্ক-এর চসিভ ইয়ার শহরের এক পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং-এও একটি রুশ উরাগান রকেট আঘাত হেনেছে বলে দাবি করেছেন দনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও জনা কুড়ি ব্যক্তি বহুতলটির ধ্বংসস্তূপের নিটে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।