কিয়েভ: ইউক্রেনের (Ukraine) উপর সামরিক অভিযান শুরু করতেই বিপাকে পড়েছে ভারতীয়রা (Indians)। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মাঝে আটকে পড়া ভারতীয়রা যাতে নিরাপদে ফিরতে পারেন, তার জন্য বুধবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)-র সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপরই খারকিভ থেকে ভারতীয় ছাত্রীদের উদ্ধার করে আনার জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা করেছিল রাশিয়া (Russia)। বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর তরফে জানানো হল, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের খারকিভ ও সুমি থেকে ভারতীয় পড়ুয়া সহ একাধিক দেশের বাসিন্দাদের উদ্ধার করে আনার জন্য মোট ১৩০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। বেলগার্ড অঞ্চল অবধি ওই বাস যাবে বলে জানা গিয়েছে।
রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজ়িন্টসেভ জানান, খারকিভ ও সুমিতে বহু ভারতীয় সহ অনেক বিদেশী আটকে রয়েছে। তাদের উদ্ধার করে আনার ব্য়বস্থা করা হচ্ছে। গত মঙ্গলবারই ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছিলেন, প্রায় ৮ হাজার ভারতীয়, যাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া, তারা ইউক্রেনে আটকে রয়েছে।
রাশিয়ার সেনা জেনারেল বলেন, “খারকিভ ও সুমি থেকে যাদের উদ্ধার করে আনা হবে, তাদের বেলগার্ডে নিয়ে আসা হবে। সেখান থেকে তারা আকাশপথে নিজেদের দেশে ফিরে যাবেন। রাশিয়ার সামরিক বিমানও উদ্ধারকার্যে সাহায্য করবে।”