Russia-Ukraine Conflict: তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা! তড়িঘড়ি জ়েলেনস্কিকে ফোন বাইডেনের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 04, 2022 | 10:17 AM

Russia-Ukraine Conflict: রাশিয়ার বাহিনী ইউক্রেন তথা ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ প্লান্টে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় ওই প্লান্টে।

Russia-Ukraine Conflict: তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা! তড়িঘড়ি জ়েলেনস্কিকে ফোন বাইডেনের
রুশ হানায় উদ্বিগ্ন জো বাইডেন

Follow Us

ওয়াশিংটন : এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও, সামরিক অভিযানে রাশ টানছে না রাশিয়া। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ চরম আকার নিচ্ছে। এবার ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। এরপরই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তড়িঘড়ি ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কিকে ফোন করেছেন তিনি। পাশাপাশি, বাইডেন বার্তা দিয়েছেন যাতে অবিলম্বে পারমাণবিক বিদ্যুৎ প্লান্টে হামলা বন্ধ করা হয় ও আগুন নেভানোর কাজ করতে দেওয়া হয়। শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এরপরই হোয়াইট হাউস থেকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়।

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর সবথেকে বড় ভয় হল, ছড়িয়ে পড়তে পারে তেজষ্ক্রিয় বিকিরণ। আর তা নিয়েই উদ্বিগ্ন আমেরিকা। ইতিমধ্যেই আমেরিকার এনার্জি সেক্রেটারি জেনিফার গ্রানহোম টুইট করে জানিয়েছেন, তিনিও ইউক্রেনের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা নিয়ে কথা বলেছেন তিনি। ওই প্লান্টের কাছাকাছির রাশিয়ার সব সামরিক কার্যকলাপ বন্ধ করা উচিৎ।

রাশিয়ার ওই বিদ্যুৎ কেন্দ্রে হামলার জেরে শুধুমাত্র আমেরিকা নয়, গোটা বিশ্ব জুড়েই উদ্বেগের কারণ তৈরি হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য গোটা ইউরোপে বিপদ বাড়তে থাকে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকেই বারবার উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়াকে যুদ্ধের পথ থেকেও সরে আসতে বার্তাও দিয়েছেন তিনি। দিন কয়েক আগে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণও দেন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিনকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তিনি রাশিয়ার বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কড়া ভাষায় মস্কোর সমালোচনা করে বাইডেন জানান, ইউক্রেনের পাশেই রয়েছে আমেরিকা। তবে মার্কিন সেনা এই যুদ্ধে অংশ নেবে না বলেও তিনি জানিয়েছেন। আর শুক্রবারের ভোরের ছবি সামনে আসতেই ফের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার ভোরেই জ়াপোরিজ়িয়া পরমাণু বিদ্য়ুৎ উৎপাদন কেন্দ্রের মুখপাত্র জানিয়েছেন, ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। বিদ্যুৎ উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিট্রো কুলেবাও হামলার কথা জানিয়ে দ্রুত সংঘর্ষবিরতি ঘোষণার দাবি জানান।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict: পোল্যান্ড দিয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন, কিয়েভ ছাড়ার আগেই গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র!

Next Article