Vladimir Putin: ‘টার্মিনাল ক্যানসারে’ আক্রান্ত পুতিনের ‘মৃত্যু আসন্ন’, দাবি ইউক্রেনের গোয়েন্দা প্রধানের

Sukla Bhattacharjee |

Jan 07, 2023 | 12:46 AM

ক্যানসারের কারণে পুতিনের গ্যাস্ট্রোইনটেসটিনাল ট্র্যাক্টেও সমস্যা দেখা দিয়েছে। যার ফলে তিনি দীর্ঘদিন ধরে অঙ্কোলজির সমস্যায় ভুগছেন বলেও এক সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত।

Vladimir Putin: টার্মিনাল ক্যানসারে আক্রান্ত পুতিনের মৃত্যু আসন্ন, দাবি ইউক্রেনের গোয়েন্দা প্রধানের
ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি।

Follow Us

কিয়ভ: মারণরোগ ‘টার্মিনাল ক্যানসারে’ আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘শীঘ্রই তাঁর মৃত্যু হবে’। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা বিভাগের প্রধান কাইরাইলো বুদানোভ। পুতিন-ঘনিষ্ঠ সূত্রেই এই খবর মিলেছে বলে জানিয়েছেন বুদানোভ। শুধু তাই নয়, পুতিনের মৃত্যুর পর রাশিয়ার এক নেতার হাতেই দেশের ভার হস্তান্তর করা হবে বলেও তিনি মনে করছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা বিভাগের প্রধান কাইরাইলো বুদানোভ সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্টের অসুস্থতার কথা উল্লেখ করেন। ভ্লাদিমির পুতিন গুরুতর অসুস্থ কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “অবশ্যই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। এরপরই ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, দীর্ঘদিন ধরে ভুগে চলা ক্যানসারের জেরে শীঘ্রই তাঁর মৃত্যু হবে।”

পুতিনের কবে মৃত্যু হবে বলে তিনি মনে করছেন? প্রশ্নের জবাবে ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, “খুব শীঘ্রই। আমি মনে করি, খুব দ্রুত। আমি এটাই আশা করছি।” একইসঙ্গে বুদনোভ বলেন, “আমরা মনে করছি, এটা ক্যানসার। আমরা এটা পুতিনের ঘনিষ্ঠ-সূত্রে জানতে পেরেছি।” পুতিনের মৃত্যুর পর রাশিয়ার আরেক নেতার হাতেই ক্ষমতার হস্তান্তর করা হবে বলে তিনি আশা করছেন।

প্রসঙ্গত, গত মাসেই মস্কোয় নিজের বাসভবনে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় এক সংবাদমাধ্যের খবর অনুযায়ী, পাঁচটি সিঁড়ির উপর থেকে গড়িয়ে নীচে পড়ে গিয়েছিলেন পুতিন। এছাড়া ক্যানসারের কারণে তাঁর গ্যাস্ট্রোইনটেসটিনাল ট্র্যাক্টেও সমস্যা দেখা দিয়েছে। যার ফলে তিনি দীর্ঘদিন ধরে অঙ্কোলজির সমস্যায় ভুগছেন বলেও ওই সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত। আবার পুতিনের স্বাস্থ্য সম্পর্কে রাশিয়ার ঐতিহাসিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ভ্যালেরি সোলোভি বলেছেন, “আমি বলতে পারি যে, বিদেশি চিকিৎসা ছাড়া তিনি কখনও রাশিয়ার ফেডারেশনে সাধারণ জীবনযাপন করতে পারতেন না।”

উল্লেখ্য, প্রায় একবছর ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। ইতিমধ্যে ইউক্রেনের অনেক শহর পুতিনের সেনাবাহিনীর দখলে গিয়েছে। শ্মশান ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে বহু অঞ্চল। তবু রাশিয়ার আগ্রাসী মনোভাবে ইতি হয়নি। কেবল ক্রিসমাস উপলক্ষ্যে ৪ দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ভ্লাদিমির পুতিন।

Next Article