AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vladimir Putin’s Residence Attack: পুতিনের বাড়িতে ঝাঁকে ঝাঁকে ড্রোন এসে চালাল হামলা! খবর শুনেই মোদী বললেন…

Russia President Vladimir Putin: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি হামলার দাবি অস্বীকার করেছেন। রাশিয়ার দাবিকে মিথ্যা বলেই অ্যাখ্যা দিয়েছেন। কিভে যে হামলা চালানো হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে শান্তি চুক্তির আলোচনা চলছে, তা ভেস্তে দিতেই রাশিয়া মিথ্যাচার করছে।

Vladimir Putin's Residence Attack: পুতিনের বাড়িতে ঝাঁকে ঝাঁকে ড্রোন এসে চালাল হামলা! খবর শুনেই মোদী বললেন...
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Dec 30, 2025 | 3:27 PM
Share

মস্কো: অল্পের জন্য রক্ষা পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে হামলা। মস্কোর দাবি, ইউক্রেনই হামলা চালিয়েছে। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-ও।

সোমবার, ২৯ ডিসেম্বর রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেন যে ইউক্রেন মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে। তিনি দাবি করেন যে ৯১টি ড্রোন, যা হামলা করার জন্য পাঠানো হয়েছিল, তা ধ্বংস করা হয়েছে। পুতিনের বাসভবনে কোনও ক্ষতি হয়নি। পুতিনের বাড়িতে হামলার খবর শুনে খুব রেগে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, এমনটাই সূত্রের খবর।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সেই দাবি অস্বীকার করেছেন। রাশিয়ার দাবিকে মিথ্যা বলেই অ্যাখ্যা দিয়েছেন। কিভে যে হামলা চালানো হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে শান্তি চুক্তির আলোচনা চলছে, তা ভেস্তে দিতেই রাশিয়া মিথ্যাচার করছে।

আজ, মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক। আমাদের ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টা চলছে সংঘর্ষ থামিয়ে, শান্তি ফেরানোর। আমরা সকলে অনুরোধ করছি এই উদ্যোগেই মনোনিবেশ করতে এবং এমন কিছু না করতে, যা এই প্রচেষ্টাকে ব্যর্থ করে।”