Wagner Force: যেন কোনও রকস্টার! রোস্তভ ছাড়ল ওয়াগনার, ‘হিরো’ ইয়েভগেনির সঙ্গে ছবি তুলতে লম্বা লাইন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 25, 2023 | 10:31 AM

Russia: রোস্তভ অন-ডন শহর ছেড়ে চলে যাচ্ছে ওয়াগনার বাহিনী। একের পর এক সামরিক ট্রাক, ট্য়াঙ্কার শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাদের দেখে হাততালি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন।

Wagner Force: যেন কোনও রকস্টার! রোস্তভ ছাড়ল ওয়াগনার, হিরো ইয়েভগেনির সঙ্গে ছবি তুলতে লম্বা লাইন
ওয়াগনার বাহিনীকে বিদায়।
Image Credit source: Twitter

Follow Us

মস্কো: রাতে ক্রেমলিন-বেলারুসের সঙ্গে চুক্তি, রাতারাতি মস্কোয় হানা দেওয়ার পরিকল্পনা বদল করে নিল ওয়াগনার বাহিনী। সরকার ফেলে দেওয়ার হুমকি দিলেও, চুক্তির পর উল্টো পথে হাঁটতে শুরু করেছে ওয়াগনার বাহিনীর সেনা। শুক্রবারই রাশিয়ার রোস্তভ শহর দখল করে নিয়েছিল ওয়াগনার বাহিনী। কিন্তু একদিনেই সেই শহর ছাড়তে হল তাদের। একদিনের জন্য় দখল হওয়া শহর ছেড়ে যখন আবার ফিল্ড ক্য়াম্পে ফিরতে শুরু করল ওয়াগনার বাহিনী, তাদের বিদায় জানাতে পথে নামল রাশিয়ার সাধারণ মানুষ। তবে ওয়াগনার বাহিনীর সমালোচনা নয়, বরং তাদের সঙ্গে তারকার মতোই আচরণ করল মানুষজন।

শনিবার রাতে রোস্তভ শহরের গভর্নর ভাসিলি গলুবেভ টেলিগ্রামে পোস্ট করেন, “ওয়াগনারের একটি বাহিনী রোস্তভ ছেড়ে তাদের ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছে”। শনিবারই ওয়াগনার বাহিনী রোস্তভ শহরের একটি সামরিক ঘাঁটি দখল করে নিয়েছিল।

ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, রোস্তভ অন-ডন শহর ছেড়ে চলে যাচ্ছে ওয়াগনার বাহিনী। একের পর এক সামরিক ট্রাক, ট্য়াঙ্কার শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাদের দেখে হাততালি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন।

এমনকী, অনেকে রাস্তায় দাঁড়িয়ে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে ছবিও তোলেন। পুতিনের বিরোধিতা করায় রাতারাতি হিরো হয়ে উঠেছেন প্রিগোজ়িন, তার সঙ্গে ছবি তোলার জন্য লম্বা লাইন পড়ে।

Next Article
Volodymyr Zelenskyy: ‘ক্রেমলিনের ওই লোকটা নিশ্চয়ই খুব ভয় পেয়েছে’, পুতিনের দুর্দিনের আসল কারণ জানালেন জেলেনস্কি
Order of Nile: মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, ‘অর্ডার অব দ্য নাইল’-এ ভূষিত প্রধানমন্ত্রী মোদী