টেক্সাস: আবারও মার্কিন মুলুকে বন্দুকবাজের (Gunaman) হানা। সব থেকে অবাক করার মতো বিষয়, এবারে হামলা অভিযুক্ত একজন আঠেরো বছর বয়সী ছাত্র। বুধবার, টেক্সাসের (Texas) একটি স্কুলে সহকর্মীর সঙ্গে মারপিঠ করার সময় এক ছাত্র বন্দুক বের করে গুলি চালায়। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ৪ জন আহত হয়েছে।
আর্লিংটনের (Arlington) অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার কেভিন কোলবাই (Kevin Kolbye) জানিয়েছেন, টিম্বারভিউ হাই স্কুলের (Timberview High School) গুলি চালনার ঘটনায় ডলাস থেকে টিম জর্জ সিম্পকিনস নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
কোলবাই জানিয়েছেন, ধৃত যুবক এই ঘটনা ঘটানোর পর স্কুল থেকে পালিয়ে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি .৪৫ ক্যালিবার বন্দুক (.45 caliber gun) উদ্ধার করা হয়েছে। সাংবাদিকদের কোলবাই বলেন ” এটি একটি আকস্মিক গুলি চালানোর ঘটনা নয়। কয়েকজন ছাত্র স্কুলে মারামারিতে জড়িয়ে পড়েন এবং তাঁদের মধ্যেই একজন বন্দুক ব্যবহার করেন।”
এই ঘটনায় আহত তিনজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। একজন ১৫ বছর বয়সীর অবস্থা আশঙ্কাজনক, বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। চতুর্থ আহত একজন গর্ভবতী মহিলা ছিলেন। তাঁর আঘাত গুরুতর ছিল না। তাই তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু থেকে তিন রাউন্ড গুলি চালানো হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার পর আর্লিংটনের সব স্কুলেই পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
এই গুলি চালানোর ঘটনার পর থেকে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং স্কুলের একটি নিরাপদ এলাকায় বাচ্চাদের সঙ্গে অভিবাবকদের দেখা করার ব্যবস্থা করা হয়। টিভিতে পাওয়া ছবি থেকে দেখা গিয়েছে ঘটনার পর স্কুল সংলগ্ন এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে। পুলিশের বিরাট সশস্ত্র বাহিনী ঘটনাস্থলের তল্লাশি চালায়।
টিম্বারভিউ হাই স্কুলে মোট ১৯০০ জন ছাত্র রয়েছে। দীর্ঘ এক বছর অনলাইনে পঠনপাঠন চলেছে। লকডাউন প্রত্যাহার করার পর এই ধরনের ঘটনা ঘটায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে।
ওয়াশিংটন পোস্টের এক তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে কলোরাডোর (Colorado) কলম্বাইন হাই স্কুলে ( Columbine High School) এরকমই একগুলি চালনার ঘটনায় ১৩ জন ছাত্র প্রাণ হারিয়েছিল। এই ঘটনার পর আমেরিকার স্কুল গুলির থেকে ২ লক্ষ ৫৬ হাজার ছাত্রছাত্রী বন্দুক হামলার মুখোমুখি হয়েছে।
আরও পড়ুন Joyjit Banerjee: ‘আমি তো কোনও লবি করি না, তাই প্রযোজক পাচ্ছিলাম না’