সিঙ্গাপুর: ডেল্টার দাপট চলছিলই, এরইমাঝে ফের গোষ্ঠী সংক্রমণ সিঙ্গাপুরে। বিগত ১০ মাসে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের খোঁজ মিলল বুধবার। জানা গিয়েছে, কেটিভি ক্যারিওকে লাউঞ্জ থেকেই ছড়িয়ে পড়েছে গোষ্ঠী সংক্রমণ।
বুধবার আক্রান্ত ৫৬ জনের মধ্যে ৪২ জনই কেটিভি ক্যারিওকে লাউঞ্জ থেকে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক। কেটিভি লাউঞ্জে মূলত ভিয়েতনামিরাই যেতেন, সুতরাং সেখান থেকেই কারোর মাধ্যমে নতুন করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। যারা ওই লাউঞ্জে গিয়েছিলেন বা কোনওভাবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তাদের বিনামূল্যে করোনা পরীক্ষার করার ব্যবস্থাও করেছে স্বাস্থ্যমন্ত্রক।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার এক ভিয়েতনামি মহিলা চিকিৎসার জন্য যান। সেখানে তাঁর করোনা রিপোর্ট পজ়েটিভ আসতেই কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়। সেখান থেকে আরও আক্রান্তের খোঁজ মেলে। সিঙ্গাপুরের বর্তমান নিয়ম অনুযায়ী, যে স্থান গুলিতে করোনা সংক্রমণের হদিস মিলছে, সেখানে খাবারের দোকান, বার, ক্লাব, কেটিভি লাউঞ্জ খেলায় নিষেধাজ্ঞা রয়েছে। বুধবার সিঙ্গাপুর পুলিশের তরফে জানানো হয়, বিধিভঙ্গ করে কেটিভি লাউঞ্জে বেআইনি কার্যকলাপ চালানোর অপরাধে ২০ জন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, মালয়শিয়া ও থাই মহিলা নাগরিকদের গ্রেফতার করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং জানান, তিনি আগেই পুলিশদের সতর্ক করেছিলেন। খাবার বা খেলার জায়গাগুলি খোলার কোনও অনুমতি দেওয়া হয়নি। নতুন করো গোষ্ঠী সংক্রমণের খোঁজ মেলায় লকডাউন জারি করা হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন করাতে তিনি জানান, দ্রুতগতিতে টিকাকরণ এগোচ্ছে, তাই বিধিনিষেধ ফের কঠোর করার আপাতত কোনও পরিকল্পনা নেই। আগামী ৯ অগস্টের মধ্যে দেশের দুই-তৃতীয়াংশ মানুষকেই করোনা টিকা দেওয়ার লক্ষ্য সিঙ্গাপুর প্রশাসনের। আরও পড়ুন: বিশ্ববিজয়ে যাওয়ার পথেই কোভিডের থাবা, এই রণতরীতে আক্রান্ত অন্তত ১০০