বিশ্ববিজয়ে যাওয়ার পথেই কোভিডের থাবা, এই রণতরীতে আক্রান্ত অন্তত ১০০
ব্রিটেনের রয়্যাল নেভির এই রণতরী বিশ্ব ভ্রমণের উদ্দেশে বেরিয়েছিল। আর তারই মাঝে জাহাজের অন্তত ১০০ জন করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।
নয়া দিল্লি: বিশ্ব জুড়ে এখনও করোনার প্রভাব যায়নি। ব্রিটেনেও করোনার দাপাদাপি বাড়ছে। যুদ্ধবিমানবাহী রণতরীতে থাবা বসিয়েছে করোনা। ব্রিটেনের রয়্যাল নেভির রণতরীতে আক্রান্ত হয়েছেন অন্তত ১০০ জন।
রয়্যাল নেভির ‘এইচএমএস কুইন এলিজাবেথ’ নামক বিমানবাহী রণতরীতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে পারে আরও। এই রণতরীর সঙ্গে থাকা আরও চারটি নৌকাতেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। অন্য দেশের সঙ্গে মহড়ায় যোগ দেওয়ার কথা ছিল এই রণতরীর। সেই মতো দক্ষিণ চিন সাগরের দিকে এগোচ্ছিল সেটি।
ইউকে-র প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, রণতরীর সব নাবিককেই করোনার দুটি ডোজই দেওয়া হয়েছে। তাই তাদের কারও অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। কুইন এলিজাবেথ নামে এই রণতরী গত মে মাসের শেষ দিকে যাত্রা শুরু করেছে। এইচএমএস কুইন এলিজাবেথ এখন ভারত মহাসাগরে প্রবেশ করেছে।
রয়্যাল নেভির তরফে জানানো হয়েছে, এ বছরের শেষের দিকে তারা জাপানের দিকে যাত্রা করবে। রয়্যাল নেভির মুখপাত্র জানিয়েছেন, করোনা ঠেকাতে ইতিমধ্যেই মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্রিটিশ রয়েল নেভির জাহাজে কোভিডের থাবা এই প্রথমবার নয়। গত বছর এইচএমএস নর্থামবারল্যান্ড নামের আরেকটি রণতরীতেও কয়েকজনের শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর সেটিকে উপকূলে ফিরে যেতে হয়েছিল। আরও পড়ুন: বিশ্লেষণ: হাতের তালুতে আফগানিস্তান, ৬ মাসের মধ্যেই ইতিহাস পাল্টে দেবে তালিবান!