TV9 বাংলা ডিজিটাল: বিশ্বের সেরার সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নাম রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির (Oxford)। এবার সেখানে গরু ও ভেড়ার মাংস নিষিদ্ধ করার পক্ষে পড়ল ভোট। ক্যাম্পাসের ক্যান্টিনগুলিতে গরু, ভেড়ার মাংস রুখতে এই ভোটাভুটি হয়। তবে কোনও ধর্মীয় কারণে এই সিদ্ধান্ত নয় বলেই দাবি পড়ুয়াদের। তাঁদের কথায়, জলবায়ু পরিবর্তন (climate change)-এর দিকটি নজরে রেখেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বিফ’ ও ‘ল্যাম্ব’ বিক্রি রুখতে চান তাঁরা। অক্সফোর্ড ইউনিভার্সিটির ২২ হাজার ছাত্রের সংগঠন এই প্রস্তাব তোলে। প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন দুই তৃতীয়াংশের বেশি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ছাত্র ও ছাত্র পরিষদের এই প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। চূড়ান্ত যা সিদ্ধান্ত নেওয়ার তা কর্তৃপক্ষই নেবে। কারণ, ক্যাম্পাসের ভিতর কী বিক্রি করা হবে বা হবে না তার সিদ্ধান্ত ছাত্র পরিষদের নেওয়ার এক্তিয়ার নেই। বিষয়টি ,সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের পলিসির উপর নির্ভর করবে।
আরও পড়ুন: ‘কে পিকে? ওর থেকে রাজনীতি শিখতে হবে’, বিদ্রোহ শুরু তৃণমূলের অন্দরে
কী লেখা হয়েছে প্রস্তাবে?
অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন (Oxford University Student Union)-এর ওই প্রস্তাবে বলা হয়েছে,গোটা ইংল্যান্ডে নজির এই বিশ্ববিদ্যালয়। যে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপে সকলের নজর থাকে অক্সফোর্ডের দিকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের মতো ইস্যু নিয়ে সেভাবে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। আমরা চাই ২০৩০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় যে সমস্ত লক্ষ্য স্থির করেছে তার মধ্যে স্থান পাক জলবায়ু পরিবর্তনের বিষয়টিও। আর তাই যত দ্রুত সম্ভব ক্যান্টিনগুলিতে গরুর মাংস বিক্রি করা বন্ধ হোক।
আরও পড়ুন: হোয়াইট হাউসে তড়িঘড়ি বৈঠক ডেকে ইরানে হামলা করতে চেয়েছিলেন ট্রাম্প!
পরিবেশের কথা ভেবে ইতিমধ্যেই ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুধ, দইয়ের মতো পশুজাত খাদ্যবস্তু বিক্রি করছে না। দ্য ইউনিভার্সিটি অব কেমব্রিজও গরু ও ভেড়া নিষিদ্ধ করেছে। লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (LSE), গোল্ডস্মিথস (Goldsmiths), ইউনিভার্সিটি অব লন্ডনেও বন্ধ গরুর মাংস, ভেড়ার মাংস বিক্রি। অক্সফোর্ড (Oxford)-ও সে পথেই হাঁটে কি না সেটাই এখন দেখার।