Bangladesh: ‘তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত’, ইউনূসের বাংলাদেশে শোনা যাচ্ছে গীতার শ্লোক
Bangladesh: বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর পরিস্থিতি খুব একটা বদলায়নি। বাংলাদেশ এখনও অশান্ত। দিনের পর দিন সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে।
ঢাকা: অশান্ত বাংলাদেশে এবার শোনা গেল গীতার শ্লোক। ওপার বাংলা থেকে যখন শুধুই অশান্তির খবর আসছে, সংখ্যালঘু হিন্দুরা যখন তাঁদের যন্ত্রণার কথা প্রকাশ করছেন, তারই মধ্যে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানে পড়ুয়াদের হাতে দেখা গেল গীতা। শোনা গেল গীতার শ্লোক। নিছকই শ্লোক উচ্চারণ নয়, তার ব্যাখ্যাও করা হচ্ছে।
বাংলাদেশের খুলনা জেলার ঘটনা। খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীরা ওই গীতা পাঠ করেছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সামনে এসেছে সে গীতা পাঠের সেই ভিডিয়ো। দেখা যাচ্ছে, ছাত্রীরা শাড়ি পরে ও ছাত্ররা পাঞ্জাবী পরে হাতে গীতা নিয়ে শ্লোক উচ্চারণ করছেন। তাঁদের মধ্যেই একজন প্রতিটি শ্লোকের অর্থ বুঝিয়ে দিচ্ছেন। তবে ভিডিয়ো-র সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
বাংলাদেশে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠন হওয়ার পর থেকেই বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে সেই ভিডিয়ো ও ছবি। বহু মানুষ ঘর ছেড়েছেন বলেও সূত্রের খবর। আরও শোনা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে।
এই খবরটিও পড়ুন
অনেকেই বাংলাদেশের বাড়ি ছেড়ে চলে আসছেন পশ্চিমবঙ্গে। সাঁতরে এপারে আসতেও দেখা যাচ্ছে অনেককে। সীমান্তে কড়া নজর রেখেছে বিএসএফ। সন্দেহজনক কিছু দেখলেই তৎপর হচ্ছেন জওয়ানরা। এরই মধ্যে গীতার শ্লোক পাঠ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।