Cyber Attack in Europe: রাতারাতি ‘অচল’ হাজার-হাজার ইউরোপবাসীর ইন্টারনেট পরিষেবা, কলকাঠি নাড়ছে রুশ বাহিনী?

Cyber Attack in Europe: বিগব্লু স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাদাতার মালিক ইউটেলস্যাটের তরফেও জানানো হয়েছে যে, ইউরোপের জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, ইটালি ও পোল্যান্ডের প্রায় ৪০ হাজার গ্রাহকের ইন্টারনেট পরিষেবা ব্যহত হয় ভায়াস্যাট অনুষ্ঠানের পরই।

Cyber Attack in Europe: রাতারাতি 'অচল' হাজার-হাজার ইউরোপবাসীর ইন্টারনেট পরিষেবা, কলকাঠি নাড়ছে রুশ বাহিনী?
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 1:42 PM

প্যারিস: হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ইন্টারনেট পরিষেবা (Internet Service)। কোনও কাজই করা যাচ্ছে না অনলাইন মাধ্য়মে। সাতসকালেই এমন সমস্যার মুখে পড়তে হল হাজার হাজার ইউরোপবাসীকে (European)। সূত্রের দাবি, শুক্রবারই ইউরোপজুড়ে সাইবার হানা চালিয়েছে রাশিয়া (Russia)।তার জেরেই ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে ইউরোপের একাধিক জায়গায়। ইউক্রেনের উপরে রুশ হামলা চালানোর পরই সাইবার হানার শঙ্কা প্রকাশ করা হয়েছিল। ইউক্রেনেও সাইবার হানা চলেছে বলে অভিযোগ উঠেছিল সম্প্রতিই। এবার গোটা ইউরোপের উপরও সাইবার হানার অভিযোগ উঠল।

ওরেঞ্জ নামক একটি ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে, ফ্রান্সের নর্ডনেট নামক স্য়াটেলাইট ইন্টারনেট পরিষেবার প্রায় ৯ হাজার গ্রাহকের হঠাৎ ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। গত ২৪ ফেব্রুয়ারি ভায়াস্যাট নামক একটি সাইবার অনুষ্ঠানের আয়োজনের পরই এই হ্যাকিং হয়।

বিগব্লু স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাদাতার মালিক ইউটেলস্যাটের তরফেও জানানো হয়েছে যে, ইউরোপের জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, ইটালি ও পোল্যান্ডের প্রায় ৪০ হাজার গ্রাহকের ইন্টারনেট পরিষেবা ব্যহত হয় ভায়াস্যাট অনুষ্ঠানের পরই। আমেরিকায় ভায়াস্যাটের তরফে বুধবার জানানো হয়েছে, সাইবার অনুষ্ঠানের জেরে ইউক্রেন সহ ইউরোপের একাধিক দেশের গ্রাহকদের পরিষেবা ব্যহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশ গ্রাহকরাই কেএ-স্যাট স্যাটেলাইটের পরিষেবাই ব্যবহার করেন। ওই সংস্থার তরফে ইন্টারনেট পরিষেবা ব্যহত হওয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ফ্রান্সের স্পেস কম্যান্ডের প্রধান জেনারেল মাইকেল ফ্রিডলিংয়ের দাবি, এটা সাইবার হানাই। তিনি বলেন, “বিগত কয়েকদিন ধরেই ইউরোপ, বিশেষ করে ইউক্রেনে যে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করা হয়, তার উপর সাইবার হানা চলছে। প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের ইন্টারনেট পরিষেবা ব্যহত হয়েছে।”

শুধু ইউক্রেনের ইন্টারনেট পরিষেবাই নয়, জার্মানি ও মধ্য ইউরোপের ৫৮০০ টি হাওয়াকলও বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Russia Announces Ceasefire: বেলারুশের বৈঠকেই গলল বরফ, সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার