নির্বাচনের আবহে হামলা! মধ্য আফ্রিকায় নিহত রাষ্ট্রসঙ্ঘের ৩ শান্তিরক্ষী

সুমন মহাপাত্র |

Dec 26, 2020 | 4:31 PM

যে ৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, তাঁরা বুরুন্ডিতে কর্মরত ছিলেন।

নির্বাচনের আবহে হামলা! মধ্য আফ্রিকায় নিহত রাষ্ট্রসঙ্ঘের ৩ শান্তিরক্ষী
ফাইল চিত্র

Follow Us

নিউ ইয়র্ক: রবিবার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (Central African Republic) নির্বাচন। তার আগেই সে দেশে অজ্ঞাত সশস্ত্র দুস্কৃতীদের হামলায় প্রাণ হারালেন রাষ্ট্রসঙ্ঘের ৩ শান্তিরক্ষী। শুক্রবার একথা জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। মধ্য আফ্রিকা খনিজ সম্পদে ঠাসা একটি দেশ। তবু অস্থিতিশীলতার কারণে স্বাধীনতার ৬০ বছর পরেও দেশটি বিশ্বে দ্বিতীয় দরিদ্রতম। এমতাবস্থায় আগামিকালের নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

যে ৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, তাঁরা বুরুন্ডিতে কর্মরত ছিলেন। রাষ্ট্রসঙ্ঘ বিবৃতি দিয়ে জানিয়েছে, ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় ডেকোয়া ও দক্ষিণাঞ্চলীয় বাকুমা এলাকায় পৃথক হামলা হয় তাঁদের উপরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থিতিশীলতা ফেরাতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: ‘আমরা সবাই একই নৌকায়’! প্রত্যেকে যেন প্রতিষেধক পায়, বড়দিনে বার্তা পোপের

সপ্তাহ খানেক আগে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফাউস্টিন আর্চেঞ্জ তাঁর পূর্বসূরি বুজিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। ইতিমধ্যেই বুজিজে সমর্থকরা দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ কায়েম করেছে। আর্চেঞ্জ সরকারকে সমর্থন জোগাতে সে দেশে সেনা পাঠিয়েছে রাশিয়া ও রুয়ান্ডা। এই রকম গভীর সঙ্কটময় পরিস্থিতিতে শান্তিরক্ষীদের উপর হামলায় চিন্তিত বিশেষজ্ঞরা।

Next Article