‘আমরা সবাই একই নৌকায়’! প্রত্যেকে যেন প্রতিষেধক পায়, বড়দিনে বার্তা পোপের

তিনি বলেন, "আমরা যে সমস্যার সঙ্গে লড়ছি সে সীমান্ত মানে না। আমরাও প্রাচীর তুলতে পারি না। আমরা সবাই একই নৌকায়।"

'আমরা সবাই একই নৌকায়'! প্রত্যেকে যেন প্রতিষেধক পায়, বড়দিনে বার্তা পোপের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 26, 2020 | 1:56 PM

ভ্যাটিকান সিটি: বড়দিনে পোপের বার্তায়ও করোনা প্রতিষেধক। বিপদ সকলের, তাই প্রত্য়েক দেশকে নিজেদের সীমান্তে আবদ্ধ না থেকে অন্য দেশের সঙ্গে করোনা প্রতিষেধক ভাগ করে নেওয়ার বার্তা দিলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। বড়দিনে চিরাচরিত প্রথা অনুযায়ী সেন্ট পিটারস ব্যাসিলিকা চার্চ থেকে বক্তব্য রাখেন পোপ। কিন্তু করোনা আবহে এবার ছিল না সেই আড়ম্বর। ভ্যাটিকান থেকেই বক্তব্য রাখলেন তিনি।

ভ্যাকসিন নিয়ে জাতীয়বাদী না হওয়ার আর্জি জানালেন পোপ। তিনি বলেন, “আমরা যে সমস্যার সঙ্গে লড়ছি সে সীমান্ত মানে না। আমরাও প্রাচীর তুলতে পারি না। আমরা সবাই একই নৌকায়।” শুক্রবার পোপ রাজনৈতিক ও প্রশাসনিক নেতাদের আহ্বান করলেন যেন তাঁরা প্রত্যেকের কাছে প্রতিষেধক পৌঁছে দেন। পাশাপাশি মহামারীর শুরু থেকে মহিলাদের উপর গার্হস্থ হিংসার প্রতিবাদও শোনা গেল পোপের মুখে।

সারা বিশ্বে সর্বত্র যেন শান্তি প্রতিষ্ঠা হয়, আরও একবার সেই প্রার্থনা করলেন পোপ ফ্রান্সিস। সিরিয়া, লিবিয়া, নাগোরনো কারাবাখ, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, ইরাক-সহ বিশ্বের সব প্রান্তের হিংসা যেন থেমে যায়, সেই আহ্বানও শোনা গেল পোপের মুখে।

আরও পড়ুন: ১ দিনেই তিনটি বিস্ফোরণ, মৃত ২! লাগাতার বোমাবাজিতে সন্ত্রস্ত কাবুল

পাশাপাশি বুরকিনা ফাসো,মালি, ফিলিপিনস ও ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগেরও যেন অবসান হয়, সেই প্রার্থনাও ছিল পোপের বড়দিনের বার্তায়। বিগত বছরগুলিতে পোপের বার্তা শুনতে জমায়েত হত হাজারো মানুষের। বহু বছর ধরে চলে আসছে শহর ও বিশ্বের উদ্দেশে পোপের বার্তা ‘উরবি এট ওরবি’র প্রথা। কিন্তু এবার হাজারো জমায়েত না থাকলেও, কোটি কোটি মানুষের কাছে মারণ ভাইরাসের প্রতিষেধক পৌঁছে যাওয়ার আর্জি জানালেন পোপ।