ওয়াশিংটন: একেই বলে কপাল! প্রথমে তাঁর কাছে সংস্থা বেচতেই চায়নি টুইটার, এখন মালিকানার চুক্তি থেকে সরে আসায় ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধেই মামলা করল টুইটার সংস্থা। ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি ভঙ্গ করায় টেসলা কর্তার বিরুদ্ধে আদালতে মামলা করল টুইটার সংস্থা। পাল্টা জবাব দিয়েছেন ইলন মাস্কও। টুইট করেই তিনি লিখেছেন, “ওহ, দ্যা আয়রনি, লল”। সরাসরি টুইটারের সঙ্গে চুক্তি বাতিলের কথা উল্লেখ না করলেও, মাইক্রো ব্লগিং সাইটের আইনি লড়াইয়ের সিদ্ধান্তকেই কটাক্ষ করে বলেছেন, তা বলার প্রয়োজন রাখে না।
গত ৮ জুলাই ইলন মাস্ক জানান, টুইটার অধিগ্রহণের আগে তিনি ওই সংস্থার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়েছিলেন, বিশেষ করে ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে। কিন্তু টুইটার সেই তথ্য় জানাতে ব্যর্থ হওয়ায় তিনি এই চুক্তি থেকে বেরিয়ে আসছেন। ইলন মাস্কের সংস্থার তরফেও জানানো হয়েছে, ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য না জানানোর কারণেই এই চুক্তি বাতিল করা হচ্ছে। মাঝপথে চুক্তি বাতিল করায় ইলন মাস্ককে ১০০ কোটি ডলার জরিমানা
দিতে হবে।
এদিকে, টেসলা কর্তার এই ঘোষণার পরই আইনি লড়াইয়ের পথে হাঁটার কথা জানিয়েছিল টুইটার সংস্থা। গত এপ্রিল মাসে হওয়া ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি থেকে হঠাৎ সরে আসতে পারেন না ইলন মাস্ক, এর জেরে টুইটারকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলেই দাবি তাদের। একইসঙ্গে টুইটার ব্যবহারকারী ও শেয়ারহোল্ডারদের কাছেও সংস্থার সম্মানহানি হয়েছে বলে অভিযোগ। ডেলাওয়ারের আদালতে টুইটার সংস্থা দাবি জানিয়েছে, ইলন মাস্ক যেন শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের হিসাবেই টুইটারের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শেষ করে।
Oh the irony lol
— Elon Musk (@elonmusk) July 12, 2022
অন্যদিকে, আইনি লড়াই ঘোষণার মিনিট খানেকের মধ্যেই ইলন মাস্কের টুইট বিশেষ ইঙ্গিত বহন করছে বলেই মনে করছেন অনেকে। এপ্রিল মাসে ইলন মাস্ক যখন মোটা টাকার বিনিময়ে টুইটার সংস্থাকে কিনে নিতে চেয়েছিলেন, সেই সময় প্রথমে এই চুক্তি করতে অস্বীকার করেছিল টুইটার। পরে তারা রাজি হয়। এখন তারাই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে আইনি লড়াই লড়তে চলেছে, এই বিষয়টিকে হাস্যকর বলেই মনে করছে ইলন মাস্ক।