আবু ধাবি: প্রায় প্রতিদিনই খোঁজ মিলছে করোনার নিত্যনতুন ভ্যারিয়েন্টের। একাধিক দেশে ডেল্টা, আলফা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের উপর নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates)।
গত মাসেই আরব আমিরশাহির তরফে জানানো হয়েছিল, করোনা সংক্রমণের জেরে আগামী ২১ জুলাই অবধি ১৪টি দেশের যাত্রীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বৃহস্পতিবার সে দেশের বিদেশমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়, অধিকাংশ দেশের সঙ্গেই যেহেতু উড়ান সংযোগ সচল হয়েছে এবং পর্যটকদের আনাগোনাও শুরু হয়েছে, তাই সকলকে যাথাযথ কোভিডবিধি মেনে চলতে হবে।
একইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির উড়ানমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়, লিবেরিয়া, নামিবিয়া, কঙ্গো, উগাণ্ডা, জাম্বিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ২১ জুলাই অবধি সমস্ত উড়ান চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো, বাণিজ্যিক ও চার্টার বিমানগুলি ওঠানামা করতে পারবে। তাদের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ জারি করা হয়নি।
দেশের নাগরিকদের জন্যও কড়া স্বাস্থ্যবিধি জারি করেছে সংযুক্ত আমিরশাহি। অন্য কোনও দেশে ভ্রমণ করতে গিয়ে কেউ যদি করোনা আক্রান্ত হন, তবে তাকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সে দেশে করোনা চিকিৎসার যাবতীয় নিয়ম মেনে চলতে বলা হয়েছে। অন্যদিকে, সেই দেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি যোগাযোগ করে স্বাস্থ্য দফতরের নিয়ম অনুসারে আক্রান্ত রোগীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।