কাম্পালার: এরকমও হয়! ৭০ বছর বয়সে মা হলেন সাফিনা নামুকওয়ায়া। তাও আবার একটি নয়, যমজ সন্তানের মা হয়েছেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উগান্ডার (Uganda) রাজধানী কাম্পালারে। যদিও এই ঘটনায় সাফিনা নিজেও হতবাক। তাঁর কথায়, এটি একটি ‘অলৌকিক ঘটনা’।
উগান্ডার হাসপাতালের তরফে জানানো হয়েছে, টেস্টটিউব পদ্ধতি (IVF)-তে দীর্ঘদিন চিকিৎসার পর অবশেষে ৭০ বছর বয়সে যমজ সন্তানের মা হয়েছেন সাফিনা নামুকওয়ায়া। সিজারিয়ানের মাধ্যমে সাফিনা সন্তান প্রসব করেছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে হয়েছে। এখন সবচেয়ে বেশি বয়সে মা হওয়া নারীদের একজন হলেন সাফিনা। হাসপাতালের চিকিৎসকেরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
উইমেন হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড ফার্টিলিটি সেন্টারের (WHI&FC) বিশেষজ্ঞ ডা. এডওয়ার্ড তামালে সালি জানান, ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির জন্য সাফিনা এক দাতার ডিম্বাণু ও তাঁর সঙ্গীর শুক্রাণু ব্যবহার করেছেন। শিশু দুটি নির্দিষ্ট সময়ের আগেই মাত্র ৩১ সপ্তাহে জন্মগ্রহণ করেছে। সেজন্য তাদের ইনকিউবেটরে রাখা হয়। তবে বর্তমানে শিশু দুটির অবস্থা স্থিতিশীল।
WHI&FC-র তরফে খবরটি ফেসবুকে পোস্ট করে জানানো হয়েছে, “আমরা অসাধারণ সাফল্য অর্জন করেছি- ৭০ বছর বয়সে আফ্রিকার সবচেয়ে বয়স্ক মায়ের যমজ সন্তান হয়েছে!”
অন্যের থেকে শুক্রাণু ও ডিম্বাণু গ্রহণ করলেও ৭০ বছর বয়সে ভ্রুণ দুটি গর্ভে ধারণ করা সহজসাধ্য ছিল না। এছাড়া তিনি যমজ সন্তান গর্ভে ধারণ করেছেন জানতে পেরে তাঁর সঙ্গী ছেড়ে চলে যান বলে জানিয়েছেন সাফিনা। তিনি জানান, এটা নিয়ে তিন বছরের মধ্যে তাঁর কোলে তিনটি সন্তান এল। এর আগে ২০২০ সালে তাঁর একটি মেয়ে সন্তান হয়। নিঃসন্তান হওয়ায় তাকে উপহাস থেকে বাঁচতে এবং একাকীত্ব কাটাতেই সাফিনা বৃদ্ধ বয়সে আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার আস্বাদ নেন বলেও জানিয়েছেন সাফিনা।