AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel Iran Conflict: ধ্বংসস্তূপের মাঝে ইজরায়েলের বুকে ‘অটুট’ ভালবাসা! সমাজমাধ্যমে ভাইরাল ছবি

Israel Iran Conflict: এই পরিস্থিতিতে, শুক্রবার বাড়িতে নিজের শিশুসন্তানের সঙ্গে খানিক অবসর কাটাচ্ছিলেন সার্জেন্ট ড্যান কোহেন। তখনই ফোন আসে, বীরশেবা পুলিশ স্টেশনের কাছেই একটি আবাসনে মিসাইল হামলা হয়েছে।

Israel Iran Conflict: ধ্বংসস্তূপের মাঝে ইজরায়েলের বুকে 'অটুট' ভালবাসা! সমাজমাধ্যমে ভাইরাল ছবি
Image Credit: X
| Updated on: Jun 24, 2025 | 5:46 PM
Share

তেল আভিভ: ছবিটা বীরশেবা পুলিশ স্টেশনের সার্জেন্ট ড্যান কোহেন-এর। ১১ বছর আগে ফ্রান্স থেকে ইজরায়েলে এসেছেন। গত ১২ দিন ধরে নিজের বাড়িতে ঘণ্টাখানেকও থাকার সুযোগ মেলেনি। লাগাতার হোমফ্রণ্ট কমান্ডের নির্দেশে এসেই চলেছে। ইরানি মিসাইল হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইজরায়েলি শহরগুলোর মধ্যে অন্যতম বীরশেবা। দিন নেই, রাত নেই, ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়েই চলেছে। কখনও হাসপাতাল, কখনও আবাসন, কখনও আবার কারও বাড়ির ব্যালকনিতে।

এই পরিস্থিতিতে, শুক্রবার বাড়িতে নিজের শিশুসন্তানের সঙ্গে খানিক অবসর কাটাচ্ছিলেন সার্জেন্ট ড্যান কোহেন। তখনই ফোন আসে, বীরশেবা পুলিশ স্টেশনের কাছেই একটি আবাসনে মিসাইল হামলা হয়েছে। শিশু-সহ বেশ কয়েকজন ইজরায়েলি নাগরিক আটকে রয়েছেন। এক মুহূর্তও দেরি না করে, নিজের সন্তানকে চুমু খেয়ে, ঘরে তালা দিয়ে ডিউটিতে বেরিয়ে পড়েন ড্যান। বোমা বিধ্বস্ত আবাসন থেকে উদ্ধার করেন শিশু লাভি-সহ তার বাবা-মাকে। পৌঁছে দেন কাছে বম্ব শেল্টারে। এখানেই ইজরায়েলের বেশিরভাগ মানুষের এখনও দিন কাটছে।

সেই ঘটনার পর দুদিন পর, রবিবার বাবা-মাকে নিয়ে লাভি নিজে বীরশেবা স্টেশনে এসে দেখা করে গেল ‘আঙ্কেল’ ড্যানের সঙ্গে। লাভি ও কোহেনের আলিঙ্গনের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন স্টেশনেরই এক সহকর্মী। ভাইরাল হয় ছবিটি। ইজরায়েলি সংবাদমাধ্যমে কোহেনের কর্তব্যপরায়ণতাকে উদাহরণ হিসাবে তুলে ধরা হচ্ছে।