AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

USA vs Russia on Tarrif: পুতিনের হাত শক্ত করলে ভারতের উপর ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত, চিন ও ব্রাজিল রাশিয়ার থেকে অপরিশোধিত খনিজ তেল কেনে। এই তিন দেশ-ই প্রায় ৮০% রুশ তেলের ক্রেতা। এই তিন দেশের টাকাতেই ক্রমশ শক্তিশালী হচ্ছেন রুশ প্রেসিডেন্ট, যুদ্ধ চালানোর অস্ত্র বানাচ্ছেন, অভিযোগ ওয়াশিংটনের।

USA vs Russia on Tarrif: পুতিনের হাত শক্ত করলে ভারতের উপর ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি
| Edited By: | Updated on: Jul 22, 2025 | 8:25 PM
Share

এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি মার্কিন সেনেটরের। রাশিয়ার থেকে সস্তায় তেল কিনলে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি। নয়াদিল্লিকে সরাসরি হুমকি মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের। ‘রাশিয়ার থেকে তেল কিনে পুতিনকে আরও শক্তিশালী করা যাবে না।’ ‘যুদ্ধবাজ পুতিনকে সাহায্য করলে ১০০ শতাংশ শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প।’ ভারতের সঙ্গেই চিন ও ব্রাজিলকেও হুঁশিয়ারি ট্রাম্পের সেনেটরের।

গ্রাহামের অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত, চিন ও ব্রাজিল রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনে। এই তিন দেশ-ই প্রায় ৮০% রুশ তেলের ক্রেতা। এই তিন দেশের টাকাতেই ক্রমশ শক্তিশালী হচ্ছেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু অনেক হয়েছে আর নয়। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে আমেরিকা-ও আর ছেড়ে কথা বলবে না। রাশিয়ার সাহায্যকারীদের উপরে ডোনাল্ড ট্রাম্প ১০০ শতাংশ শুল্ক চাপাতে চলেছেন, দাবি গ্রাহামের।

তিন দেশকেই সতর্ক করে মার্কিন সেনেটর বলেছেন, ‘মার্কিন অর্থনীতির গতিবৃদ্ধি নাকি রুশ সেনার শক্তিবৃদ্ধি- এই দুইয়ের মধ্যে বেছে নিন কার পাশে থাকবেন?’ রাখঢাক না রেখেই গ্রাহাম বলেছেন, পুতিন পুরনো সোভিয়েতের পুনর্গঠন চাইছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেনেটর বলেছেন, ‘যে দেশ পুতিনের নয়, তিনি সেগুলোও দখল করতে চাইছেন। ইউক্রেনকে দিয়ে শুরু করেছেন। শান্তিচুক্তি মেনে ইউক্রেন ১৭০০ পারমাণবিক অস্ত্র সমর্পণ করেছে। কিন্তু রুশ প্রেসিডেন্ট? তিনি কথা দিয়েও সেই কথা রাখেননি।’ পুতিনকে না থামালে পুতিন নিজে থেকে আগ্রাসন থামাবেন না, দাবি গ্রাহামের।

রাশিয়াকে থামাতে ইউক্রেনকে ঢালাও অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা। সে প্রসঙ্গে মার্কিন সেনেটরের বক্তব্য, ‘ট্রাম্পের সঙ্গে টক্কর নিতে যেও না। আমরা রাশিয়ার অর্থনীতিকে শেষ করে দেব। ইউক্রেনকে এত অস্ত্র পাঠাব যে ইউক্রেন-ই পুতিনকে হারাবে।’ অর্থনীতি বিশেষজ্ঞদের দাবি, রাশিয়ার তেল কেনার প্রসঙ্গে মার্কিন হুঁশিয়ারি শুধু ভারত ও চিনকে নয়, অন্যান্য দেশগুলিকেও পরোক্ষে সতর্ক করার ইঙ্গিত।