বেইরুট: কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিসের অন্যতম শক্তিশালী ঘাঁটি সিরিয়া (Syria)। বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিমে হানা দিলে মার্কিন স্পেশ্যাল ফোর্স (US Special Forces)। আকাশপথে অভিযান চালিয়ে সিরিয়ার কুখ্যাত বেশ জঙ্গিসহ ১৩ জনকে খতম করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের (Pentagon) তরফে এই অভিযানকে সফল বলেই জানানো হয়েছে। ২০১৯ সালে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর থেকে জঙ্গি নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলে এই মার্কিন বাহিনীর এই অভিযান সবথেকে বড় বলেই মনে করা হচ্ছে। সিরিয়ার আতমে শহরের আশেপাশে অভিযান চালিয়েছিল মার্কিন বাহিনী। স্থানীয় বাসিন্দাদের মতে দুই ঘণ্টা ধরে অভিযান চালায় এই বিশেষ বাহিনী। অভিযান সম্পর্কে প্রথমে ধ্বন্দে ছিলেন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া খবর এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি মার্কিন এই অভিযান আইসিসের বিরুদ্ধে নয় বরং তাদের প্রতিপক্ষ জঙ্গি সংগঠন আলকায়াদার ওপর চালানো হয়েছে।
পেন্টাগনের তরফে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কাদের ওপর হামলা চালানো হয়েছে সেই সম্পর্কিত তথ্য পরে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। “আমেরিকার সেন্টাল কমান্ডের নিয়ন্ত্রণে মার্কিন স্পেশ্যাল ফোর্স বৃহস্পতিবার সন্ধে বেলা উত্তর পশ্চিম সিরিয়াতে একটি জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে। আমাদের অভিযান সফল হয়েছে। অন্য কোনও প্রাণহানি হয়নি।” পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এমনটাই জানিয়েছেন।
মার্কিন অভিযানে মৃত ১৩ জনের মধ্য ৭ জনই স্থানীয় বাসিন্দা বলেই জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তাঁরা জানিয়েছে, আটমে এলাকায় মার্কিন সেনা একটি হেলিকপ্টার নামতে দেখেছে তাঁরা। অবজারভেটরি প্রধান রামি আব্দেল রহমান সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, মার্কিন হানায় নিহত ১৩ জনের মধ্যে ৩ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। এএফপির আধিকারিক মার্কিন বাহিনীর নিশানায় থাকা আটমে এলাকার বাড়িটি ঘুরে দেখেছেন। দ্বিতল ও বাডিতে সংঘর্ষের ছাপ স্পষ্টতই লক্ষ্য করা গিয়েছে। বাড়ির বেশ কিছু অংশে চাপ বেঁধে রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। এমনকি বাড়ির ছাদ ও দেওয়ালেও রক্তের দাগ রয়েছে বলেই জানিয়েছে এএফপি। বিগত বেশ কিছুদিন ধরেই ইদলিব এলাকা জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে মাঝেমাঝেই অভিযান চালাতে দেখা গিয়েছে আমেরিকাকে। আগামী দিনে এই অভিযান আরও বাড়তে পারে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন : Galwan Clash : লুকোনো হয়েছে মৃত সেনার সংখ্যা, গালোয়ান সংঘর্ষে চিনের বোল খুলল অস্ট্রেলিয়ান সাংবাদিক