US Operation in Syria: মার্কিন সেনার অভিযান, ধরা পড়ার আগেই সপরিবারে নিজেকে উড়িয়ে দিল আইএস প্রধান

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 04, 2022 | 7:23 AM

Syria: হোয়াইট হাউজের তরফে এই অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য তুলে ধরা হয়েছে।

Follow Us

সিরিয়া: সিরিয়ায় বড়সড় অভিযান চালাল আমেরিকা। খতম আইএসআইএস (ISIS) প্রধান। আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি মার্কিন বাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উড়িয়ে দেয় বলেই জানা যাচ্ছে। যদিও বৃহস্পতিবার হোয়াইট হাউজের (White House) সরকার দাবি করেছে, তাদের সেনার হাত ধরেই এই ‘সাফল্য’ এসেছে। জো বাইডেন জানিয়েছেন, অপারেশন শেষ করে সেনা নিরাপদে পৌঁছেছে। প্রসঙ্গত, এই আইএসআইএস প্রধান ইব্রাহিমের মাথার দাম ছিল ১০ মিলিয়ন ডলার। এদিন সিরিয়ার উত্তর পশ্চিমে অভিযান চালায় মার্কিন স্পেশাল ফোর্স (US Special Forces)। আকাশপথে অভিযান চালায় তারা। ১৩ জনকে খতম করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগন (Pentagon) তাদের এই অভিযা সফল বলেই দাবি করেছে।

হোয়াইট হাউজের তরফে এই অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, মার্কিন মিলিটারি ফোর্স নর্থ ওয়েস্ট সিরিয়ায় সফলভাবে অভিযান সম্পন্ন করেছে। বিশ্বকে নিরাপদ রাখাই তাদের লক্ষ্য। ময়দান থেকে আইএসএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশিকে সরানো হয়েছে। সমস্ত আমেরিকান নির্বিঘ্নে ফিরেছেন। ঈশ্বর আমাদের বাহিনীকে সুরক্ষিত রাখুন।

সংবাদসংস্থা এপি জানিয়েছে, আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি গত দু’বছরের বেশি সময় ধরে নিজেকে লুকিয়ে রেখেছিল। প্রকাশ্যে তাকে দেখাই যায়নি। আবু ইব্রাহিমের আসল নাম আমির মহম্মদ সইদ আবদুল রহমান আল-মওলা। ইরাকে জন্ম তার। ৪০ বছরের কোঠায় বয়স। মসুল ইউনিভার্সিটি থেকে ইসলামিক ল’ নিয়ে ডিগ্রি অর্জন করে সে।

মার্কিন অভিযানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন স্থানীয় বাসিন্দা বলেই জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তিনজন মহিলা, চারজন শিশুও রয়েছে তালিকায়। এই সংস্থা জানায়, আটম এলাকায় মার্কিন সেনার কপ্টার অবতরণ করতে তারা দেখেছে। যদি প্রথমে পেন্টাগনের তরফে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কাদের ওপর হামলা চালানো হয়েছে সেই সম্পর্কিত তথ্য পরে দেওয়া হবে বলেই জানানো হয়েছিল। তবে পরে জানা যায়, আবু ইব্রাহিম রয়েছে তালিকায়।

দেখুন বাঙালিয়ানা:

** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী

** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার

সিরিয়া: সিরিয়ায় বড়সড় অভিযান চালাল আমেরিকা। খতম আইএসআইএস (ISIS) প্রধান। আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি মার্কিন বাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উড়িয়ে দেয় বলেই জানা যাচ্ছে। যদিও বৃহস্পতিবার হোয়াইট হাউজের (White House) সরকার দাবি করেছে, তাদের সেনার হাত ধরেই এই ‘সাফল্য’ এসেছে। জো বাইডেন জানিয়েছেন, অপারেশন শেষ করে সেনা নিরাপদে পৌঁছেছে। প্রসঙ্গত, এই আইএসআইএস প্রধান ইব্রাহিমের মাথার দাম ছিল ১০ মিলিয়ন ডলার। এদিন সিরিয়ার উত্তর পশ্চিমে অভিযান চালায় মার্কিন স্পেশাল ফোর্স (US Special Forces)। আকাশপথে অভিযান চালায় তারা। ১৩ জনকে খতম করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগন (Pentagon) তাদের এই অভিযা সফল বলেই দাবি করেছে।

হোয়াইট হাউজের তরফে এই অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, মার্কিন মিলিটারি ফোর্স নর্থ ওয়েস্ট সিরিয়ায় সফলভাবে অভিযান সম্পন্ন করেছে। বিশ্বকে নিরাপদ রাখাই তাদের লক্ষ্য। ময়দান থেকে আইএসএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশিকে সরানো হয়েছে। সমস্ত আমেরিকান নির্বিঘ্নে ফিরেছেন। ঈশ্বর আমাদের বাহিনীকে সুরক্ষিত রাখুন।

সংবাদসংস্থা এপি জানিয়েছে, আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি গত দু’বছরের বেশি সময় ধরে নিজেকে লুকিয়ে রেখেছিল। প্রকাশ্যে তাকে দেখাই যায়নি। আবু ইব্রাহিমের আসল নাম আমির মহম্মদ সইদ আবদুল রহমান আল-মওলা। ইরাকে জন্ম তার। ৪০ বছরের কোঠায় বয়স। মসুল ইউনিভার্সিটি থেকে ইসলামিক ল’ নিয়ে ডিগ্রি অর্জন করে সে।

মার্কিন অভিযানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন স্থানীয় বাসিন্দা বলেই জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তিনজন মহিলা, চারজন শিশুও রয়েছে তালিকায়। এই সংস্থা জানায়, আটম এলাকায় মার্কিন সেনার কপ্টার অবতরণ করতে তারা দেখেছে। যদি প্রথমে পেন্টাগনের তরফে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কাদের ওপর হামলা চালানো হয়েছে সেই সম্পর্কিত তথ্য পরে দেওয়া হবে বলেই জানানো হয়েছিল। তবে পরে জানা যায়, আবু ইব্রাহিম রয়েছে তালিকায়।

দেখুন বাঙালিয়ানা:

** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী

** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার

Next Article