South China Sea: চিন সাগরে অতলে জোর ধাক্কা মার্কিন ডুবো জাহাজের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 08, 2021 | 5:23 PM

Submarine, মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে, এই ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে এই ডুবো জাহাজের প্ল্যান্ট ও স্পেসের কোনও ক্ষতি হয়নি।

South China Sea: চিন সাগরে অতলে জোর ধাক্কা মার্কিন ডুবো জাহাজের
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ওয়াশিংটন: দক্ষিণ চিন সাগরে (South China Sea) অজানা বস্তুর সঙ্গে ধাক্কা আমেরিকার (America) পারমাণবিক ডুবো জাহাজের (Submarine)। এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় এলাকায় (Asia Pacific region) জলের নীচে পরিভ্রমণের সময় অজানা বস্তুর মুখোমুখি হয় মার্কিন সাবমেরিন। আমেরিকার এক আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় কয়েকজন নাবিক আহত হয়েছেন। কিসের সঙ্গে ডুবো জাহাজের সংঘর্ষ হল সেই ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি মার্কিন প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার নৌ বাহিনীর (American Navy) এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানায় দক্ষিণ চিন সাগরে এই ঘটনা ঘটেছে। সাবমেরিনের ১১ জন নাবিক আহত হয়েছেন। ওই এলাকায় উত্তাপ বৃদ্ধির মধ্যে এই ঘটনা সামনে আসায় নানা জল্পনার সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে, এই ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে এই ডুবো জাহাজের প্ল্যান্ট ও স্পেসের কোনও ক্ষতি হয়নি। কিন্তু এই বিবৃতিতে ঘটনাস্থলের কোনও উল্লেখ করা নেই। এমনকি এই দুর্ঘটনায় কত জন আহত হয়েছেন, সেই তথ্য এই বিবৃতি থেকে পাওয়া যায়নি। শুধুমাত্র বলা হয়েছে, ‘আঘাত গুরুতর নয়।’ কিন্তু সংবাদ সংস্থা এপি দুই মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন এবং তাদেরকেই সাব মেরিনেই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

ওই দুই আধিকারিক জানিয়েছেন, রোজকার মতোই ওই সাবমেরিনটি রুটিন অপারেশন চালানোর সময়ই ঘটনাটি ঘটে। গোপনীয়তা বজায় রাখার কারণে বৃহস্পতিবারের আগে নৌ সেনার তরফে এই ঘটনা প্রকাশ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই আধিকারিক এক বিস্ফোরক দাবি করেছে। তাঁরা জানিয়েছে মার্কিন সাবমেরিনটির সঙ্গে অপর আরেকটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনার পর সাবমেরিনটি আবার মার্কিন মুলুকের অন্তর্গত গুয়ানের দিকে ফিরে চলে আসে।

মার্কিন নৌ সেনার খবর রাখা, ইউএসএনআই নামের একটি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, এর আগে ২০০৫ সালে এই ধরনের আরও একটি ঘটনা সামনে এসেছিল। সেই সময় একটি মার্কিন সাবমেরিন, জলের নীচে থাকা একটি পাহাড়ে ধাক্কা মারে। এই ঘটনায় একজন নাবিকের মৃত্যু হয়েছিল।

আমেরিকার সাবমেরিনটি বিশ্বের অন্যতম উত্তেজক অংশে চলাচল করতো। দক্ষিণ চিন সাগরের বেশিরভাগ অংশ চিন নিজেদের বলে দাবি করে, কিন্তু আমেরিকা সহ ফিলিপিনস্ (Philippines), ব্রুনেই (Brunei), মালায়শিয়া (Malaysia), তাইওয়ান (Taiwan ), ভিয়েতনাম (Vietnam) সহ পার্শ্ববর্তী অনেক দেশ চিনের এই দাবির সঙ্গে সহমত নয়। এই দক্ষিণ চিন সাগর নিয়ে সাম্প্রতিক অতীতে চিনের সঙ্গে অনেক দেশের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। এই ঘটনা এখন আমেরিকা চিন সংঘাতের দিকে মোড় নেয় কিনা সেদিকে নজর থাকবে সকলের।

 

আরও পড়ুন Dhupguri: থানার অদূরেই রাস্তা আটকে চাঁদা তুলছেন তৃণমূলের মহিলা কাউন্সিলর! বিতর্ক তুঙ্গে

Next Article
Nobel Peace Prize 2021: প্রতিষ্ঠানের চোখ রাঙানিতেও মত প্রকাশের স্বাধীনতার লড়াই, নোবেল শান্তি পুরস্কার পেলেন দুই সাংবাদিক
প্রস্রাব করার সময় নিজের পিস্তলেই গুলিবিদ্ধ যুবক