ওয়াশিংটন: এবার তড়িঘড়ি মডার্নার (Moderna) করোনা প্রতিষেধককে অনুমোদন দিতে চাইছে মার্কিন এফডিএ। এর আগে ফাইজ়ারের করোনা প্রতিষেধককে আপদকালীন অনুমোদন দিয়েছে আমেরিকা। সে দেশের একাধিক স্থানে চলছে ফাইজ়ারের টিকাকরণ। এর মধ্যেই এফডিএ কমিশনার স্টিফেন হ্যান জানালেন মডার্নাকে অনুমোদন দিতে দ্রুত কাজ করছেন তারা।
বিশেষজ্ঞ দলের ২০ জনের প্রত্যেকেই মডার্নার আপদকালীন অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন। এই একই বিশেষজ্ঞ দলই ফাইজ়ারের অনুমোদনের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু ফাইজ়ারের ক্ষেত্রে অনুমোদনের বিপক্ষেও পড়েছিল ভোট। সে দেশের সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় প্রতিষেধক হিসাবে আপদকালীন অনুমোদন পাবে মডার্না।
তবে অনুমোদনের বিষয়ে এখনই কোনও কথা বলতে নারাজ মডার্না ও মার্কিন এফডিএর প্রধানরা। তবে ডিসেম্বরেই দুটি করোনা প্রতিষেধক পাওয়ার খবরে উচ্ছ্বসিত মেকারি মেডিক্যাল কলেজের প্রধান ডঃ জেমস হিল্ড্রেথ। তিনি বলেন, “জানুয়ারিতে জিনের সিকোয়েন্স জেনে ডিসেম্বরে দুটি ভ্যাকসিন উপলব্ধ করা একটা বড় প্রাপ্তি।”
আমেরিকায় ফাইজ়ারের করোনা প্রতিষেধকের টিকাকরণ শুরু হয়েছিল নার্স সান্দ্রা লিন্ডসেকে টিকা দিয়ে। তখন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে সারা বিশ্বকে অভিনন্দন জানিয়েছিলেন। ফাইজ়ারের করোনা প্রতিষেধককে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। কিন্তু কম ঋণাত্মক তাপমাত্রায়ও সংরক্ষণ সম্ভব মডার্নার। ফাইজ়ার ও মডার্নার দুই প্রতিষেকের ক্ষেত্রেই সংশ্লিষ্ট গবেষকরা ৯৫ শতাংশ কার্যকরিতার দাবি করেছেন।
আরও পড়ুন: ‘গর্ভবতী মা করোনা আক্রান্ত হলেও সদ্যজাতর শরীরে থাকছে অ্যান্টিবডি’
কিন্তু সম্প্রতি ব্রিটেন ও আমেরিকায় ফাইজ়ারের করোনা প্রতিষেধকে অ্যালার্জি দেখা গিয়েছে। সেক্ষেত্রে মডার্না কি আরও বেশি কার্যকরিতার প্রমাণ দেবে! এই জল্পনাও চলছে চিকিৎসক মহলে। দেশে করোনা প্রতিষেধকের অনুমোদন চেয়ে আবেদন করেছে সেরাম, ভারত বায়োটেক ও ফাইজ়ার। কিন্তু কোনও প্রতিষেধককেই অনুমোদন দেননি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।