‘গর্ভবতী মা করোনা আক্রান্ত হলেও সদ্যজাতর শরীরে থাকছে অ্যান্টিবডি’

সুমন মহাপাত্র |

Dec 18, 2020 | 1:33 PM

গবেষণা বলছে মা করোনা আক্রান্ত হলেও শিশুর দেহে থাকছে করোনার অ্যান্টিবডি।

গর্ভবতী মা করোনা আক্রান্ত হলেও সদ্যজাতর শরীরে থাকছে অ্যান্টিবডি
প্রতীকী চিত্র

Follow Us

সিঙ্গাপুর: গর্ভবতী মা করোনা আক্রান্ত হলে কি শিশুর দেহেও কি সংক্রমিত হতে পারে করোনাভাইরাস (COVID-19)? এই প্রশ্নের উত্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল গর্ভে থাকা শিশুর দেহে করোনা সংক্রমিত হতে পারে এমন কোনও তথ্য পাওয়া যায়নি। এবার সেই কথাই ফের প্রমাণিত হল সিঙ্গাপুরের গবেষণায়।

১৬ জন গর্ভবতীকে নিয়ে গবেষণা করেছিলেন সিঙ্গাপুরের একদল গবেষক। তাঁদের গবেষণা বলছে মা করোনা আক্রান্ত হলেও শিশুর দেহে থাকছে করোনার অ্যান্টিবডি। এছাড়া মায়ের দেহ থেকে শিশুর শরীরে করোনা সংক্রমণেরও কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁরা।

‘সিঙ্গাপুর অবস্ট্রেটিকস অ্যান্ড গায়নোকলজি রিসার্চ নেটওয়ার্ক’ বিবৃতি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা সম্মতি জানিয়েছে। গবেষকরা এ-ও জানিয়েছেন, ১৬ জন গর্ভবতীর প্রত্যেকেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। তবে ১৬ জনের মধ্যে ২ জন সন্তানকে হারিয়েছেন। যার মধ্যে একটি ঘটনার সঙ্গে ভাইরাস সংক্রান্ত সমস্যার সংযোগ থাকতে পারে বলে আন্দাজ তাঁদের।

৫ জন গর্ভবতীর সদ্যজাতর মধ্যে করোনার অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। তবে এই অ্যান্টিবডি শিশুর শরীরে কতটা করোনা প্রতিরোধ গড়ে তুলবে সে বিষয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের শরীর থেকে সেই অ্যান্টিবডি হারিয়ে যাবে কিনা, সে বিষয়ে কোনও তথ্য দেননি গবেষকরা। ইতিমধ্যেই জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা।

আরও পড়ুন: সাধারণ ফ্লু-র থেকে ৩ গুণ মারাত্মক কোভিড! ল্যান্সেট জার্নালে চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, চিনের গবেষকরা আগে দাবি করেছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সদ্যজাতদের শরীর থেকে হারিয়ে যাচ্ছে করোনা প্রতিরোধ ক্ষমতা। তাদের এই গবেষণা আগেই প্রকাশিত হয়েছে জার্নালে।

Next Article