জ্যোতির্ময় রায়: বিশ্বজুড়ে করোনা (COVID) অতিমারি নিয়ে হাহাকার চলছে। করোনা সংক্রমণ রুখতে বিজ্ঞানী টিকা ও ভাইরাস নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেই গবেষণায় জানা গিয়েছে, ভাইরাসটি মুক্ত পরিবেশের চেয়ে বদ্ধ পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়ে। দ্য নিউ ওয়ার্ল্ড জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, ভাইরাস খুব বেশি দিন ধরে খোলা জায়গায় টিকতে পারে না।
সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে খোলা জায়গায় করোনা-সহ অন্যান্য রোগের সংক্রমণের সম্ভাবনা ১০ শতাংশের থেকেও কম। অন্যদিকে, খোলা জায়গার চেয়ে বদ্ধ স্থানে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা ১৮ গুণ বেশি। দেখা গিয়েছে বদ্ধ স্থানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ভাইরাস সুপার স্প্রেডার হয়ে উঠছে। ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এপিডেমিলজি অ্যান্ড বায়োলজির সহযোগী অধ্যাপক ডঃ নুশিন রজানীর মতে, বাইরের পরিবেশে আক্রান্ত হওয়া পুরোপুরি নির্ভর করে ব্যক্তি কতক্ষণ বাইরে ছিলেন তার উপর। বাইরে থাকার সময় যত বেশি হবে, সংক্রমণের সম্ভাবনা তত বেশি। তাই, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজা রাখা খুবই গুরুত্বপূর্ণ ।
বিশ্বজুড়ে দেড় শতাধিক ধর্মীয় নেতা করোনার বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার শুরু করেছেন। সবার লক্ষ্যই হল বিশ্বে দ্রুত টিকাকরণ সুনিশ্চিত করা। এই প্রচারে দলাই লামা-সহ রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল পিটার টর্কসনও রয়েছেন। সমস্ত ধর্মীয় নেতারা চান, ভ্যাকসিনের বিষয়ে জাতীয়তাবাদ বিলুপ্ত করে এবং আগামী মাসের জি-৭ সামিটে ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা তৈরি করতে। গত ৪ দিন ধরে ভারতে প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি করোনা আক্রান্তর খোঁজ পাওয়া যাচ্ছে। এখন বিশ্বব্যাপী মোট সংক্রমণের ৩৮ শতাংশ ভারতে রয়েছে। জন হ্যাপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে, এক মাস আগে এই সংখ্যাটি ভারতে ছিল স্রেফ ৯ শতাংশ।
আরও পড়ুন: করোনা কড়চা: ৬১৭ স্ট্রেন রুখতে পারে কোভ্যাক্সিন, দাবি মার্কিন স্বাস্থ্যকর্তার