করোনা কড়চা: ভারতীয় ‘৬১৭ স্ট্রেনকে’ রুখতে পারে কোভ্যাক্সিন, দাবি মার্কিন স্বাস্থ্যকর্তার
আইসিএমআরের গবেষণা বলছে ডবল মিউট্যান্ট স্ট্রেন তো বটেই, কোভ্যাক্সিন আরও একাধিক স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী।
ওয়াশিংটন: গোটা বিশ্বের করোনা (COVID) হটস্পট এখন ভারত। দেশে রোজ সাড়ে ৩ লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, করোনার এই বাড়তি সংক্রমণের জন্য দায়ী ভাইরাসের মিউটেশন। ভারতে সংক্রমণে জোয়ার আনছে ‘ডবল মিউট্যান্ট স্ট্রেন’, এমনটাও আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হল ভাইরাসের স্ট্রেনকে কী রুখতে পারবে ভ্যাকসিন? এই প্রশ্নে কার্যত ফুল মার্কস পেল দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন। হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক অ্যান্টনি ফৌসির দাবি, কোভ্যাক্সিন ভারতের স্ট্রেন অর্থাৎ বি.৬১৭ স্ট্রেনকে রুখতে পারে।
মঙ্গলবার তিনি বলেন, “এই বিষয়ে গবেষণা চলছে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী কোভ্যাক্সিন করোনার বি.৬১৭ রূপকে প্রতিহত করতে পারে।” তাই ভারতের এই ভয়াবহ পরিস্থিতিতে টিকাকরণেই ম্যাজিক হতে পারে বলে দাবি তাঁর। আইসিএমআর ও ন্যাশনাল ভাইরলজির সহায়তায় ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ডবল মিউট্যান্ট স্ট্রেনকে রুখতে পারে এ কথা আগেই জানিয়েছিল আইসিএমআর।
আইসিএমআরের গবেষণা বলছে ডবল মিউট্যান্ট স্ট্রেন তো বটেই, কোভ্যাক্সিন আরও একাধিক স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী। আইসিএমআর ব্রিটেনের স্ট্রেন বি.১.১.৭, ব্রাজিলের স্ট্রেন বি.১.১.২৮ ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেন বি.১.৩৫১ স্ট্রেনের জিনোম সিকোয়েন্স করে দেখেছে কোভ্যাক্সিন এই ভ্যারিয়েন্টগুলিকে রুখতে সক্ষম।
এ বার আইসিএমআরের গবেষণার সঙ্গেই সুর মিলিয়ে ফৌসি আরও বৃহৎ স্তরে কোভ্যাক্সিনের কার্যকরিতার পক্ষে সওয়াল করলেন। পাশাপাশি ভারতের এই সঙ্কটময় পরিস্থিতিতে পাশে থাকার বার্তাও দিল হোয়াইট হাউস। উল্লেখ্য, করোনার (COVID) এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা আগেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট করে জানিয়েছিলেন, ভারতকে যথাসম্ভব সাহায্য করবে হোয়াইট হাউস। এ বার সাহায্যের ঝুলি ভারতের জন্য একেবারে উপুড় করে দেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার বাইডেন সাংবাদিকদের বলেন, “আমরা সাহায্যে কোনও খামতি রাখছি না। রেমডেসিভির থেকে শুরু করে অন্যান্য ওষুধ পাঠানোর ব্যবস্থা করছি।”