Bangla News » World » Victoria Salcedo, Ecuadorian model lost her both arms and one leg
Hot Model: বাদ গিয়েছে দুই হাত, এক পা! প্রতিবন্ধকতাকে জয় করে মডেল হয়েছেন এই যুবতী
TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী
Updated on: Jan 28, 2023 | 8:30 AM
Jan 28, 2023 | 8:30 AM
ইনি এক জন মডেল। নাম ভিক্টোরিয়া সালসেডো।
1 / 8
ইকুয়াডরের এই মডেল দুটি হাত নেই। তাঁর দুটি পায়ের মধ্যে একটি আবার প্রস্থেটিক লেগ।
2 / 8
ভিক্টোরিয়ার বয়স যখন ৬ বছর ছিল, তখন দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।
3 / 8
হাইভোল্টেজ তারে শরীর ঠেকে গিয়েছিল তাঁর। এর জেরে দেহের অঙ্গের ব্যাপক ক্ষতি হয় ভিক্টোরিয়ার।
4 / 8
ছোটবেলার সেই দুর্ঘটনার জেরে দুটি হাত এবং একটি পা বাদ গিয়েছিল ভিক্টোরিয়ার। পরে একটি নকল পা লাগানো হয় তাঁর শরীরে।
5 / 8
কিন্তু এই প্রতিবন্ধকতাকে জয় করে তিনি এক জন মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
6 / 8
সোশ্যাল মিডিয়ায় ভিক্টোরিয়ার ফলোয়ার সংখ্যাও লক্ষাধিক। প্রচুর মানুষ তাঁকে দেখে উৎসাহিত হন। জীবনযুদ্ধের প্রেরণা খুঁজে পান।
7 / 8
নিজের লড়াইয়ের ব্যাপারে ভিক্টোরিয়া বলেছেন, “আমি নিজেকে খুব সফল মনে করি। আমাকে দেখে অনেকে অনুপ্রেরণা পান। যা আমাকরে খুব আনন্দ দেয়। আমি হট মডেল হিসাবে আরও খ্যাতি পেতে চাই।”