Hot Model: বাদ গিয়েছে দুই হাত, এক পা! প্রতিবন্ধকতাকে জয় করে মডেল হয়েছেন এই যুবতী

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Jan 28, 2023 | 8:30 AM

Jan 28, 2023 | 8:30 AM
ইনি এক জন মডেল। নাম ভিক্টোরিয়া সালসেডো।

ইনি এক জন মডেল। নাম ভিক্টোরিয়া সালসেডো।

1 / 8
ইকুয়াডরের এই মডেল দুটি হাত নেই। তাঁর দুটি পায়ের মধ্যে একটি আবার প্রস্থেটিক লেগ।

ইকুয়াডরের এই মডেল দুটি হাত নেই। তাঁর দুটি পায়ের মধ্যে একটি আবার প্রস্থেটিক লেগ।

2 / 8
ভিক্টোরিয়ার বয়স যখন ৬ বছর ছিল, তখন দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।

ভিক্টোরিয়ার বয়স যখন ৬ বছর ছিল, তখন দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।

3 / 8
হাইভোল্টেজ তারে শরীর ঠেকে গিয়েছিল তাঁর। এর জেরে দেহের অঙ্গের ব্যাপক ক্ষতি হয় ভিক্টোরিয়ার।

হাইভোল্টেজ তারে শরীর ঠেকে গিয়েছিল তাঁর। এর জেরে দেহের অঙ্গের ব্যাপক ক্ষতি হয় ভিক্টোরিয়ার।

4 / 8
ছোটবেলার সেই দুর্ঘটনার জেরে দুটি হাত এবং একটি পা বাদ গিয়েছিল ভিক্টোরিয়ার। পরে একটি নকল পা লাগানো হয় তাঁর শরীরে।

ছোটবেলার সেই দুর্ঘটনার জেরে দুটি হাত এবং একটি পা বাদ গিয়েছিল ভিক্টোরিয়ার। পরে একটি নকল পা লাগানো হয় তাঁর শরীরে।

5 / 8
কিন্তু এই প্রতিবন্ধকতাকে জয় করে তিনি এক জন মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কিন্তু এই প্রতিবন্ধকতাকে জয় করে তিনি এক জন মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

6 / 8
সোশ্যাল মিডিয়ায় ভিক্টোরিয়ার ফলোয়ার সংখ্যাও লক্ষাধিক। প্রচুর মানুষ তাঁকে দেখে উৎসাহিত হন। জীবনযুদ্ধের প্রেরণা খুঁজে পান।

সোশ্যাল মিডিয়ায় ভিক্টোরিয়ার ফলোয়ার সংখ্যাও লক্ষাধিক। প্রচুর মানুষ তাঁকে দেখে উৎসাহিত হন। জীবনযুদ্ধের প্রেরণা খুঁজে পান।

7 / 8
নিজের লড়াইয়ের ব্যাপারে ভিক্টোরিয়া বলেছেন, “আমি নিজেকে খুব সফল মনে করি। আমাকে দেখে অনেকে অনুপ্রেরণা পান। যা আমাকরে খুব আনন্দ দেয়। আমি হট মডেল হিসাবে আরও খ্যাতি পেতে চাই।”

নিজের লড়াইয়ের ব্যাপারে ভিক্টোরিয়া বলেছেন, “আমি নিজেকে খুব সফল মনে করি। আমাকে দেখে অনেকে অনুপ্রেরণা পান। যা আমাকরে খুব আনন্দ দেয়। আমি হট মডেল হিসাবে আরও খ্যাতি পেতে চাই।”

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla