দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে চলছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন ২০২৩। আর সোমবার এই কপ২৮ (COP28)-এর মঞ্চে সাড়া ফেলে দিল এক ভারতীয় কিশোরী। তিমুর লেস্টের বিশেষ দূত হিসেবে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে ১২ বছরের লিসিপ্রিয়া কাঙ্গুজাম। কিন্তু আসলে সে মণিপুরের বাসিন্দা। সোমবার, এই কিশোরী আচমকা জীবাশ্ম-ভিত্তিক জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছুটে মঞ্চে উঠে পড়ে। তার হাতে ছিল একটা পোস্টার। তাতে লেখা ছিল, “জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ কর। আমাদের গ্রহ এবং আমাদের ভবিষ্যত রক্ষা কর।” মঞ্চে উঠে এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতাও দেয় ছোট্ট মেয়েটি। দর্শকরা তাঁর উদ্যোগকে করতালি দিয়ে স্বাগত জানান বটে, তবে, এরপর মঞ্চ থেকে তাকে নামিয়ে দেন নিরাপত্তা কর্মীরা। পরে তাকে জলবায়ু সম্মেলন থেকেই বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে লিসিপ্রিয়া।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেছে মণিপুরের কিশোরী জলবায়ু কর্মীটি। তার অভিযোগ, সে কপ২৮-এর মঞ্চে উঠে প্রতিবাদ জানানোর পর, নিরাপত্তাকর্মীরা তাকে আধ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রেখেছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও, তাকে কপ২৮ সম্মেলন প্রাঙ্গন থেকে বের করে দেওয়া হয়। সম্মেলনে যোগ দেওয়ার জন্য যে বিশেষ ব্যাজ দেওয়া হয়েছে প্রতিনিধিদের, সেই ব্যাজ কেড়ে নেওয়া হয়। রাষ্ট্রপুঞ্জের মঞ্চেই শিশুদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে সে।
Here is the full video of my protest today disrupting the UN High Level Plenary Session of #COP28UAE. They detained me for over 30 minutes after this protest. My only crime- Asking to Phase Out Fossil Fuels, the top cause of climate crisis today. Now they kicked me out of COP28. pic.twitter.com/ToPIJ3K9zM
— Licypriya Kangujam (@LicypriyaK) December 11, 2023
সোশ্যাল মিডিয়ায় লিসিপ্রিয়া বলেছে, “আমার একমাত্র অপরাধ ছিল ধারে ধাপে জীবাশ্ম-ভিত্তিক জ্বালানির ব্যবহার বন্ধ করতে বলা। জলবায়ু সংকটের প্রধান কারণ এই জীবাশ্ম জ্বালানি। আপনারা যদি সত্যিই জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তাহলে আপনাদের অবশ্যই আমায় সমর্থন করা উচিত। আপনাদের আমার সম্মেলনের ব্যাজ ফেরত দেওয়া উচিত। রাষ্ট্রপুঞ্জে কণ্ঠ ছাড়ার অধিকার আছে আমার।”
দুবাইয়ের এই জলবায়ু সম্মেলনে ১৯০টি দেশের প্রায় ৬০,০০০ প্রতিনিধি যোগ দিয়েছেন। কপ২৮ সম্মেলন শুরুর দিন থেকেই পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ নিয়ে বিতর্ক জারি আছে। জলবায়ু সংকটের মোকাবিলায় এই ধরনের জ্বালানি ব্যবহার বন্ধ করা আবশ্যক, এই বিষয়ে কোনও গ্বিমত নেই। সমস্যা রয়েছে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। এখনও পর্যন্ত শক্তির মূল উৎস হল জীবাশ্ম জ্বালানি। আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলির পক্ষে, এখনই এই জ্বালানি ব্যবহার বন্ধ করে দেওয়া আর্থিকভাবে সম্ভব নয়। এর জন্য যে পরিকাঠামোগত পরিবর্তন দরকার, তার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তাই, কীভাবে এই পদক্ষেপ বাস্তবায়িত করা যায়, তা নিয়ে চর্চা চলছে।
এরই মধ্যে, প্রতিনিধিদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের গুরুত্ব মনে করিয়ে দিলেন ১২ বছরের ভারতীয় মেয়েটি। কপ২৮-এর ডিরেক্টর-জেনারেল মাজিদ আল সুওয়াইদি লিসিপ্রিয়ার উৎসাহের প্রশংসা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের তাঁকে করতালি দিয়ে আরও উৎসাহিত করতে বলেন তিনি।