Joe Biden: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন না বাইডেন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 23, 2024 | 12:08 AM

Joe Biden: গত সেপ্টেম্বর মাসে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী বছরের ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, ভারতে আসতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। পিছিয়ে দেওয়া হচ্ছে কোয়াড বৈঠকও।

Joe Biden: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন না বাইডেন
জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লিতে এসেছিলেন নরেন্দ্র মোদী
Image Credit source: PTI

Follow Us

ওয়াশিংটন: আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানুয়ারির শেষে প্রজাতন্ত্র দিবস উদযাপনে তাঁকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। কিন্তু, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবহিত সরকারি সূত্র জানিয়েছে, সম্ভবত ভারত সফরে আসছেন না মার্কিন প্রেসিডন্ট। গত সেপ্টেম্বর মাসে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী বছরের ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে, জানুয়ারি মাসেই নয়া দিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারত। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাইডেন যখন ভারতে আসবেন, সেই সময়ই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে বলে ঠিক করেছিল নয়া দিল্লি। কিন্তু, এখন বাইডেন সফর বাতিল করায় সেই শীর্ষ সম্মেলনও আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে, এই বছরের কোয়াড শীর্ষ সম্মেলন ভারতেই হবে বলে জানিয়েছে সরকারি সূত্র। তবে, জানুয়ারির শেষের বদলে, শীর্ষ সম্মেলন হবে ২০২৪-এর শেষের দিকে। কোয়াড সম্মেলন পিছিয়ে যাওয়া, বাইডেনের প্রজাতন্ত্র দিবসে যোগ না দেওয়ার খবরে সিলমোহর দিয়েছে বলা চলে।

ঠিক কী কারণে আসতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট, সেই বিষয়ে এখনও কিছু জানা যাচ্ছে না। তবে সূত্রের খবর, পূর্ব নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের কারণেই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবং জানুয়ারিতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বাইডেনের পক্ষে। অস্ট্রেলিয় জাতীয় দিবস থাকায়, ওই সময় ভারতে এসে কোয়াড সম্মেলনে যোগ দেওয়া অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলাবানিজের পক্ষেও কঠিন ছিল। প্রসঙ্গত, গত মে মাসে জাপানে জি৭ শীর্ষ সম্মেলন চলাকালীনই কোয়াড নেতাদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত।

সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে, সম্মেলন আয়োজনের বিকল্প তারিখের খোঁজ চলছে। যে দিনগুলি বিবেচনা করা হচ্ছিল, সেগুলিতে কোয়াড অংশীদারদের সমস্যা রয়েছে। মূলতঃ ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ এবং সকলের জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া এই চার দেশীয় নিরাপত্তা গোষ্ঠী তৈরি করেছে। চলতি বছরের ২০ মে জাপানের হিরোশিমায় ২০২৩ সালের শীর্ষ সম্মেলন হয়েছিল।

Next Article