CCTV ক্যামেরায় শিউরে ওঠা দৃশ্য, ভারতীয় যুবককে গুলিতে ঝাঁঝরা করে দিল উগান্ডার পুলিশ কনস্টেবল

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 16, 2023 | 4:11 PM

Indian banker shot dead by Ugandan police constable: আফ্রিকার দেশ উগান্ডায় এক ৩৯ বছর বয়সী ভারতীয় নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠল সেই দেশের এক অফ-ডিউটি পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।

CCTV ক্যামেরায় শিউরে ওঠা দৃশ্য, ভারতীয় যুবককে গুলিতে ঝাঁঝরা করে দিল উগান্ডার পুলিশ কনস্টেবল
উগান্ডায় এক পুলিশ কনস্টেবলের গুলিতে হত ভারতীয় ব্যাঙ্কার উত্তম ভান্ডারী

Follow Us

কাম্পালা: আফ্রিকার দেশ উগান্ডায় এক ৩৯ বছর বয়সী ভারতীয় নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠল সেই দেশের এক অফ-ডিউটি পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ঋণ পরিশোধ করা নিয়ে ঝামেলার জেরে, ভারতীয় ব্যাঙ্কার উত্তম ভান্ডারীকে হত্যা করে ওই কনস্টেবল। কাম্পালা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম ইভান ওয়াবওয়্যার। সে একটি চুরি করা একে-৪৭ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে ওই ভারতীয় ব্যাঙ্কারের দেহ ঝাঁঝরা করে দেয়। পুলিশের দাবি, ‘ইচ্ছাকৃতভাবে’ই গুলি চালিয়েছে ইভান ওয়াবওয়্যার এবং এই হত্যা ‘পূর্বপরিকল্পিত’ ছিল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১২ মে, উগান্ডার রাজধানী কাম্পালার এক ব্যাঙ্কের ভিতর। ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় এই হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে।

ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাঙ্কের ভিতর বেশ ভিড় রয়েছে। তারই মধ্যে ঘনিষ্ঠ পরিসর থেকে উত্তম ভান্ডারিকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাচ্ছে ইভান ওয়াবওয়্যার। প্রথম কয়েক রাউন্ড গুলি চলার পরই, প্রাণ বাঁচাতে ব্যাঙ্কে উপস্থিত মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছেন উত্তম ভান্ডারি। সেই অবস্থাতেই উত্তম ভান্ডারিকে লক্ষ্য করে ফের গুলি করে ওয়াবওয়্যার। ঘটনাস্থল থেকে মোট ১৩টি কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাম্পালা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র, প্যাট্রিক ওনিয়াঙ্গো বলেছেন, ভান্ডারিকে গুলি করার পর ওয়াবওয়্যার একে-৪৭ রাইফেলটি ফেলে পালিয়েছিল। তবে পরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব উগান্ডার বুসিয়া থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে।


কিন্তু, কেন হঠাৎ উত্তম ভান্ডারিকে হত্যা করলেন ওই কনস্টেবল? পুলিশের দাবি, ওয়াবওয়্যার মানসিকভাবে স্থিতিশীল নন। বছর পাঁচেক আগেই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁকে দুই বার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তারপর থেকে তাঁর আগ্নেয়াস্ত্র বহন করা নিষিদ্ধ করা হয়েছিল। ঘটনার দিন, তাঁর রুমমেটের কাছ থেকে একে-২৭ বন্দুকটি চুরি করেছিলেন তিনি। ইতিমধ্যে উত্তম ভান্ডারির আর্থিক সংস্থার কাছ থেকে বেশ কিছু অর্থ ধার করেছিলেন তিনি। ১২ মে ব্যাঙ্কে আসার পর ওয়াবওয়্যারকে উত্তম ভান্ডারি জানিয়েছিলেন যে, তাঁকে ২.১ মিলিয়ন শিলিং বা ভারতীয় টাকায় প্রায় ৪৭,০০০ টাকা ফেরত দিতে হবে। কিন্তু, ইয়ান ওয়াবওয়্যার দাবি করেন, তাঁর থেকে বেশি অর্থ দাবি করা হচ্ছে। এই নিয়েই দুই পক্ষের মধ্যে তর্ক বেধেছিল। তারপরই চলে গুলি।

এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে, উত্তম ভান্ডারির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি কে মুসেভেনি। নিরাপত্তা বাহিনী প্রতি তিনি ৬টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। টুইটে তিনি বলেছেন, “এই প্রশ্নগুলির উত্তর খুঁজলে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকগুলি ভরাট করা যেতে পারে।” কাম্পালায় অবস্থিত ভারতীয় হাইকমিশনও নিহত ব্যক্তির আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছে।

Next Article