Video: পাকিস্তানিরা গাইল জন-গণ-মন, ঐক্যর ছবি না লোক দেখানো নাটক?

Aug 16, 2024 | 11:53 AM

Viral video: ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্রিটেনের বুকে ভারতের জাতীয় সঙ্গীত, 'জন গণ মন' গাইছেন একদল প্রবাসী ভারতীয়। আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন পাকিস্তানি। ফরিদ কুরেশি নামে পাকিস্তানি সংবাদমাধ্যম 'অ্যারি নিউজে'র এক সাংবাদিকই এই বিরল মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Video: পাকিস্তানিরা গাইল জন-গণ-মন, ঐক্যর ছবি না লোক দেখানো নাটক?
ভারত ও পাকিস্তান দুই দেশের মানুষই গাইলেন জন গণ মন
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: বৃহস্পতিবার (১৫ অগস্ট) গোটা ভারত উদযাপন করেছে ৭৮তম স্বাধীনতা দিবস। শুধু ভারতেই নয়, বিদেশেও প্রবাসীরা পালন করেছেন স্বাধীনতা দিবস। তার অসংখ্য ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্রিটেনের বুকে ভারতের জাতীয় সঙ্গীত, ‘জন গণ মন’ গাইছেন একদল প্রবাসী ভারতীয়। আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন পাকিস্তানি। ফরিদ কুরেশি নামে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘অ্যারি নিউজে’র এক সাংবাদিকই এই বিরল মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, বলিউডি কম্পোজার তথা গায়ক আমির হাশমি মাইকে ভারতের জাতীয় সঙ্গীত গাইছেন। আর ভারত ও পাকিস্তান – দুই দেশের মানুষই নিজ নিজ দেশের পতাকা হাতে তার সঙ্গে গলা মেলাচ্ছেন। বহু মানুষকে এই বিরল মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করতেও দেখা যায়।

সঙ্গের ক্যাপশনে কুরেশি লিখেছেন, “’ব্রিটেন দ্বারা বিভক্ত, ব্রিটেনে ঐক্যবদ্ধ’ – পাকিস্তানি এবং ভারতীয়রা একসঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করছে। এই ভিডিয়োতে শ্রোতারা ভারতের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করছেন। আগের ভিডিয়োটি পিকাডিলি সার্কাসে পাকিস্তানি এবং ভারতীয় উভয় সম্প্রদায়কেই সমানভাবে পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে সম্মান করার। এর কৃতিত্ব যায় গায়ক আমির হাশমির।”

কুরেশির শেয়ার করা এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই বলেছেন, এই ভিডিয়ো তাঁদের মন জয় করেছে। তাঁরা বলেছেন, শিক্ষিত মানুষ এটাই করে। তাঁরা বলেছেন, ভারত-পাকিস্তানের সাধারণ মানুষের মনে একে অপরের সম্পর্কে কোনও বৈরিতা নেই। শত্রুতা শুধু রাষ্ট্রনেতাদের মধ্যে রয়েছে। আবার অন্যদিকে, একাংশের মানুষ দাবি করেছেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার লক্ষ্যেই এই ভিডিয়োটি তৈরি করা হয়েছে। আবার একজন বলেছেন, “কী অদ্ভুত! যে দেশের হাত থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই দেশেই স্বাধীনতা দিবস উদযাপন।”


প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভারতকে স্বাধীনতা দেওয়ার আগে, ভারতকে ভাগ করে পাকিস্তান রাষ্ট্রর জন্ম দিয়েছিল ব্রিটিশ শাসকরা। একই সঙ্গে স্বাধীনতা পেলেও, ভারত ও পাকিস্তান একদিনে স্বাধীনতা দিবস পালন করে না। ভারত যেখানে ১৫ অগস্টে স্বাধীনতা দিবস পালন করে, এর ঠিক একদিন আগে, ১৪ অগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে পাকিস্তান। স্বাধীনতার পর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জন গণ মন’-কে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছিল। অন্যদিকে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত হল কওমি তারানাহ। ১৯৫২ সালে এই গানটি রচনা করেছিলেন হাফিজ জলন্ধরী।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article