ট্রাম্পের দিন শেষ! ভারতীয়দের ভিসা সমস্যা সমাধানে বাইডেনই ভরসা

সুমন মহাপাত্র |

Jan 06, 2021 | 5:20 PM

২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন জো বাইডেন (Joe Biden)। তাই ভিসা সমস্যা সমাধানে বাইডেনের দ্বারস্থ হল ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম।

ট্রাম্পের দিন শেষ! ভারতীয়দের ভিসা সমস্যা সমাধানে বাইডেনই ভরসা
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নির্বাচনের আগে বারবার বোঝাতে চেয়েছিলেন, তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমেরিকাবাসী। তাই কার্যত মার্কিন নাগরিকদের মন জয় করতেই নিষেধাজ্ঞা জারি করেছিলেন ‘এইচ’ ভিসায়। আমেরিকায় ঢোকা বন্ধ করেছিলেন গ্রিন কার্ড আবেদনকারীদের। তারপরও নির্বাচনে পরাজিত হয়েছেন ট্রাম্প। তবে হেরে গিয়ে ভিসায় নিষেধাজ্ঞা তোলা তো দূরের কথা উল্টে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা বর্ধিত করছেন তিনি।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের এহেন সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছে ভারত ভিত্তিক আমেরিকার সংস্থাগুলি। ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা এইচ-১ ভিসার মাধ্যমেই অল্প মেয়াদে কাজ করতে যেতেন। তাই বিপাকে কর্মী ও সংস্থা উভয়ই। ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন জো বাইডেন (Joe Biden)। তাই ভিসা সমস্যা সমাধানে বাইডেনের দ্বারস্থ হল ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম।

ফোরামের প্রেসিডেন্ট মুকেশ অঘি জানিয়েছেন, তাঁরা বাইডেন প্রশাসনকে এইচ-১ বি ভিসা সমস্যা সমাধানের কথা বলেছেন। পাশাপাশি যাতে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্কের গবেষকদের গ্রিন কার্ড দেওয়া হয়, সেই আবেদনও করেছেন। বাইডেনের ট্রানজিসন দলের সঙ্গে কথা বলার পর এই সমস্যা সমাধানের বিষয়েও যথেষ্ট আশাবাদী মুকেশ অঘি।

আরও পড়ুন: উড়ছে ১ কিলোমিটার উঁচুতে! আনারস পাতার ড্রোন বানিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা

নির্বাচনের আগে ট্রাম্পের অভিবাসন নীতি ও ভিসা নীতির কড়া সমালোচনা করেছিলেন জো বাইডেন। ট্রাম্পের নীতির বিপক্ষে উদার অভিবাসন নীতির প্রতি তাঁর বিশ্বাসের কথা বারবার জানিয়েছেন তিনি। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, বাইডেন প্রেসিডেন্টে হিসাবে আসার পর হয়ত ভিসা সমস্যার সমাধান হতে পারে।

Next Article