উড়ছে ১ কিলোমিটার উঁচুতে! আনারস পাতার ড্রোন বানিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা

কোনও কারণে ড্রোনটি ক্ষতিগ্রস্ত হলে তা মাটি চাপা দেওয়ার ১৫ দিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে যাবে। ফলে দূষণের কোনও সম্ভাবনাই নেই।

উড়ছে ১ কিলোমিটার উঁচুতে! আনারস পাতার ড্রোন বানিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা
ড্রোন হাতে মহম্মদ তারিক হামিদ সুলতান
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 4:29 PM

জেনজারম: ভাবা যায়, আনারস (Pineapple) পাতা দিয়েও তৈরি হতে পারে ড্রোন (Drone)। এরকম কত অবিশ্বাস্য আবিষ্কার যে ভবিষ্যতে উন্মোচিত হবে তার হিসাব নেই। তবে আপাতত ফেলে দেওয়া আনারসের পাতা থেকে তন্তু বের করে আস্ত ড্রোন বানিয়ে ফেলেছেন মালয়েশিয়ার (Malaysia) একদল বিজ্ঞানী। আকাশে উড়ছে সেই ড্রোন। এটিকে আরও পরিবেশবান্ধব ও কার্যকরী করতে গবেষণাও চালাচ্ছেন তাঁরা।

এই অবিশ্বাস্য গবেষণার নেতৃত্বে রয়েছেন মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহম্মদ তারিক হামিদ সুলতান। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৬৫ কিলোমিটার দূরে হুলু লাঙ্গাত এলাকায় প্রচুর পরিমাণে আনারস চাষ হয়। কিন্তু অব্যবহৃত অবস্থায় ফেলে দিতে হয় আনারসের অনেক পাতা। তাই সেই অব্যবহৃত পাতাকে ব্যবহার করেই ড্রোন আবিষ্কার করে ফেলেছেন তারিক হামিদ সুলতানরা।

আনারসের পাতা দিয়ে তন্তু তৈরি করেছেন মালয়েশিয়ার বিজ্ঞানীরা। সেই তন্তুর ব্যবহার করেই গড়ে উঠেছে ড্রোন। আনারস পাতার তন্তু হওয়ায় এই ড্রোন অত্যন্ত পরিবেশবান্ধব। কোনও কারণে ড্রোনটি ক্ষতিগ্রস্ত হলে তা মাটি চাপা দেওয়ার ১৫ দিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে যাবে। ফলে দূষণের কোনও সম্ভাবনাই নেই।

আরও পড়ুন: হু-‘হতাশ’! করোনার উৎস খুঁজতে যাওয়া বিশেষজ্ঞ দলকে দেশে ঢুকতেই দিল না চিন

তাঁরা যে ড্রোনটি বানিয়েছেন তা মাটি থেকে ১ কিলোমিটার উঁচুতে ২০ মিনিট ধরে উড়তে সক্ষম হয়েছে। ভবিষ্যতে আনারসের পাতা দিয়ে আরও বড় ড্রোন বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। পাশাপাশি এই ড্রোনে ক্যামেরা-সহ একাধিক সেনসর বসানোর পরিকল্পনাও করেছেন হামিদ সুলতানরা।