Vladimir Putin: ‘মহান বন্ধু মোদী’-ই অনুপ্রেরণা, ‘আত্মনির্ভর’ রাশিয়া গড়ার ডাক পুতিনের
Putin praises Modi's Make in India: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'রাশিয়ার মহান বন্ধু' বললেন ভ্লাদিমির পুতিন। 'মেক ইন ইন্ডিয়া'র উদাহরণ টেনে কার্যত আত্মনির্ভর রাশিয়া গড়ার ডাক দিলেন তিনি।
মস্কো: ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে অনেকবারই ভারতকে, রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার জন্য চাপ দিয়েছে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি। ভারত প্রত্যেকবারই জানিয়েছে, তারা কোনও পক্ষে যেতে নারাজ, নিরপেক্ষ অবস্থানে থাকতে চায়। আর তাই, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকেও সমর্থন করেনি ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বলেছেন, “এটা যুদ্ধের যুগ নয়।” জোর দিয়েছেন আলাপ-আলোচনায়। স্বাধীনতার পর থেকেই রাশিয়া ভারতের বন্ধু। আর গত কয়েক বছরে উল্কার গতিতে বেড়েছে ভারত-মার্কিন ঘনিষ্ঠতা। বিশেষ করে, প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের পর তো, মহাকাশ থেকে প্রতিরক্ষা – বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মজবুত অংশীদারিত্বের ছবি ধরা পড়ছে। তাহলে কি কিছুটা হলেও আমেরিকার দিকে ঝুঁকছে ভারত? না, তার নিরপেক্ষ অবস্থানেই আছে নয়া দিল্লি। বৃহস্পতিবার, ফের তার প্রমাণ পাওয়া গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে। মোদীকে ‘রাশিয়ার মহান বন্ধু’ বলে জানালেন তিনি।
বৃহস্পতিবার মস্কোয় রুশ উদ্যোগপতিদের এক সমাবেশে যোগ দেন পুতিন। রুশ পণ্য এবং ব্র্যান্ডগুলিকে উত্সাহ দিতে গিয়ে, তার বক্তৃতায় ভারতের উদাহরণ টানেন রুশ প্রেসিডেন্ট। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রশংসা করেন তিনি। এই উদ্যোগ, ভারতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন। পুতিন বলেন, “রাশিয়ার মহান বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক বছর আগে তিনি একটি চমৎকার উদ্যোগ নিয়েছিলেন, ‘মেক ইন ইন্ডিয়া’। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আজ সকলের চোখে পড়ছে।” ‘মেক ইন ইন্ডিয়া’র উদাহরণ টেনে এদিন কার্যত ‘আত্মনির্ভর রাশিয়া’ গড়ার ডাক দেন পুতিন। তিনি জানান, রাশিয়ার অর্থনীতিকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে, যাতে বিদেশ থেকে আর কোনও পণ্য আমদানি না করতে হয়। নিজেদেরই আধুনিক পণ্য, পরিষেবা এবং প্রযুক্তি উত্পাদন করতে হবে।
Russia’s Putin praises Indian PM Modi and make in India initiative says, “Our friends in India & PM Modi, a great friend of Russia, a few years ago presented a concept – “Make in India”. And it had a very visible effect on the Indian economy.
Speaking at an event in Moscow,… pic.twitter.com/n8WpTHhpVi
— Megh Updates ?™ (@MeghUpdates) June 29, 2023
২০২১ সালের ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’-এর নির্দেশ দিয়েছিলেন পুতিন। তারপর থেকে বহু বিদেশি সংস্থা, বিশেষ করে পশ্চিমী সংস্থাগুলি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এদিন তাঁর বক্তৃতায় এই সংস্থাগুলিকেও একহাত নেন রুশ প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন কিছু কিছু বিদেশি ব্র্যান্ড, তাদের রুশ বাজার থেকে বিদায় নেওয়াটাকে, প্রচারের কাজে লাগাচ্ছে। পশ্চিমে যে রুশ বিরোধী মনোভাব রয়েছে, তাকে উসকে দিয়ে নিজেদের পণ্যের বিপণন করতে চাইছে। তবে এই ধরনের প্রচার কৌশল তাদের কোনও উপকার করবে না বলে দাবি করেন ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সঙ্গে পশ্চিমের সম্পর্কের ক্রমে অবনতি ঘটছে। বলতে গেলে, বিশ্বের অধিকাংশ দেশই রাশিয়া এবং মার্কিন-সহ পশ্চিমী ব্লকের মধ্যে কোনও একটিকে বেছে নিচ্ছে। এর মধ্যে ব্যতিক্রম ভারত। একদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দুজনেই ভারতকে পরম মিত্র বলছে। প্রধানমন্ত্রী মোদীর বেশি কাছের বন্ধু কে হবেন, তার যেন প্রতিযোগিতা চলছে।