‘আমরা এ লড়াই একসঙ্গে জিতব’, ভারতের পাশে দাঁড়িয়ে হিন্দিতে বার্তা ম্যাক্রঁর

সুমন মহাপাত্র |

Apr 27, 2021 | 5:51 PM

ভারতকে অক্সিজেন জেনারেটর ও ভেন্টিলেটর পাঠাচ্ছে ফ্রান্স।

আমরা এ লড়াই একসঙ্গে জিতব, ভারতের পাশে দাঁড়িয়ে হিন্দিতে বার্তা ম্যাক্রঁর
ফাইল চিত্র

Follow Us

প্যারিস: সারা বিশ্বের করোনা (COVID) হটস্পট এখন ভারত। অক্সিজেনের পর্যাপ্ত জোগান নেই, শয্যাসঙ্কটে জেরবার গোটা দেশ। রাজধানীতে অক্সিজেন নিয়ে কেন্দ্র ও দিল্লির তরজা আদালতে পর্যন্ত গড়িয়েছে। ভারতের এই চরম সঙ্কটে পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যান্য একাধিক দেশ। এ বার খোদ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ হিন্দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতের পাশে থাকার বার্তা দিলেন। পাশাপাশি ভারতকে যথাসম্ভব সাহায্যের আশ্বাস দিল ফ্রান্স।

ফেসবুকে ম্য়াক্রঁ লিখেছেন, “আমরা কেউই অতিমারি থেকে আঘাত থেকে রেহাই পাইনি। ফ্রান্স ও ভারত সব সময় একযোগে থেকেছে। এখন আমরা যথাসম্ভব সাহায্য করছি। আমাদের মন্ত্রক ও দফতর কঠোর পরিশ্রম করছে। ফরাসি কোম্পানিগুলি একত্রিত হয়েছে। দুই দেশের বন্ধুত্বের জোরেই সকলের মধ্যে এই স্পিরিট। আমরা একসঙ্গে জিতব।” ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই দুর্দিনে ভারতকে অক্সিজেন জেনারেটর ও ভেন্টিলেটর পাঠাচ্ছে ফ্রান্স।

মোট ১০টি অক্সিজেন জেনারেটর, ২৮টি ভেন্টিলেটর ও ৫ কন্টেইনার তরল অক্সিজেন আসছে ফ্রান্স থেকে। ম্যাক্রঁ জানিয়েছেন, এক একটি অক্সিজেন জেনারেটর হাসপতালকে ১০ বছরের জন্য অক্সিজেনের ওপর আত্মনির্ভরশীল বানাবে। ফ্রান্স ছাড়াও ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক দেশ। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তারপর কাঁচামালের ওপর থেকে রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আমেরিকা। ভারতকে যথাসম্ভব সাহায্যের আশ্বাস দিয়ে সেরামকে কাঁচামাল পাঠাচ্ছে হোয়াইট হাউস। আয়ারল্যান্ড থেকে আসছে ৭০০ অক্সিজেন কনসানট্রেটর। জার্মানি থেকে ৮ কোটি এন ৯৫ মাস্ক, ১২০টি ভেন্টিলেটর ও মোবাইল অক্সিজেন প্ল্যান্ট আসছে। অস্ট্রেলিয়া থেকে ৫০০ ভেন্টিলেটর ও মাস্ক আসছে। সংযুক্ত আরব আমিরশাহি, তাইল্যান্ড, সৌদি আরব, জার্মানি থেকেও আসছে সাহায্য

আরও পড়ুন: করোনার লড়াইয়ে বুক দিয়ে ভারতকে আগলাতে এগিয়ে এলেন আমেরিকার ১৩৫ সংস্থার সিইও

Next Article