Mamata in Spain: বাংলার শিক্ষা নিয়ে স্পেনের সঙ্গে বৈঠক মমতার টিমের, নভেম্বরে হতে পারে মৌচুক্তি

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Sep 14, 2023 | 6:37 PM

Mamata Banerjee in Spain: শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন মাদ্রিদের বৈঠকে আলোচনা হয়েছে। স্পেনের সঙ্গে বাংলার যৌথ সমন্বয়ে বিদেশি ভাষার শিক্ষার প্রসারের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে দু'পক্ষের মধ্যে। স্পেনের সরকার ও সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দলকেও বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের প্রতিনিধিরা।

Mamata in Spain: বাংলার শিক্ষা নিয়ে স্পেনের সঙ্গে বৈঠক মমতার টিমের, নভেম্বরে হতে পারে মৌচুক্তি
স্প্যানিশ ভাষার ডিজির সঙ্গে বৈঠক রাজ্যের প্রতিনিধি দলের
Image Credit source: TV9 Bangla

Follow Us

মাদ্রিদ: বাংলার উন্নয়নে বিদেশি লগ্নি ও বিনিয়োগ টানতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরাও। বৃহস্পতিবার স্পেনের সরকারের স্প্যানিশ ভাষার ডিরেক্টর জেনারেল গুইলেরমো এসক্রিবানোর সঙ্গে একপ্রস্থ বৈঠক করলেন হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়রা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদবও। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন মাদ্রিদের বৈঠকে আলোচনা হয়েছে। স্পেনের সঙ্গে বাংলার যৌথ সমন্বয়ে বিদেশি ভাষার শিক্ষার প্রসারের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে দু’পক্ষের মধ্যে।

স্পেনের সরকার ও সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দলকেও বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের প্রতিনিধিরা। বাংলার পড়ুয়াদের মধ্যে অধুনা বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি ভাষার শিক্ষার চাহিদা বাড়ছে। সেই প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের। বাংলার পড়ুয়াদের জন্য স্প্যানিশ ভাষা শেখার সুযোগের পাশাপাশি শিক্ষকদেরও স্প্যানিশ ভাষা নিয়ে প্রশিক্ষণের বিষয় উঠে আসে এদিনের বৈঠকে। রাজ্য সরকার সম্প্রতি বাংলার শিক্ষাব্যবস্থার জন্য রাজ্য শিক্ষানীতি নিয়ে এসেছে, সেখানেও বিদেশি ভাষার শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমন অবস্থায় বৃহস্পতিবার মাদ্রিদে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার শিক্ষামহল।

বাংলার তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে স্পেনের সঙ্গে বাংলার সমন্বয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন সেখানকার স্প্যানিশ ভাষার ডিরেক্টর জেনারেল গুইলেরমো এসক্রিবানোও। আগামী নভেম্বরেই ২১ ও ২২ তারিখ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও স্পেনের সরকার – উভয় পক্ষ আলোচনা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সময়েই একটি মৌ চুক্তি সাক্ষর করতে পারে বলে জানা যাচ্ছে।

Next Article