Pope Francis: ২০০০ বছরের ‘পুরুষতন্ত্রে’ ভাগ বসালেন মহিলারা! বিশপ বাছতে যুগান্তকারী সিদ্ধান্ত পোপের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 08, 2022 | 8:15 AM

রোমান ক্যাথলিক চার্চের পোপ বা বিশপের প্রায় ২০০০ বছরের পুরোনো ইতিহাসে যা ঘটেনি, এবার সেটাই হতে চলেছে। যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন পোপ ফ্রান্সিস।

Pope Francis: ২০০০ বছরের পুরুষতন্ত্রে ভাগ বসালেন মহিলারা! বিশপ বাছতে যুগান্তকারী সিদ্ধান্ত পোপের
পোপ ফ্রান্সিস (ফাইল চিত্র)

Follow Us

ভ্য়াটিকান সিটি:  রোমান ক্যাথলিক চার্চের বিশ্বাস মতে প্রথম পোপ হলেন সেইন্ট পিটার। প্রভু যীশু যে ১২ জন দূতকে প্রেরণ করেছিলেন খ্রীষ্টধর্ম প্রচারের জন্য, তাঁদের অন্যতম হলেন এই পিটার। সেই হিসেবে রোমান ক্যাথলিক চার্চের পোপ বা বিশপের ইতিহাস প্রায় ২০০০ বছরের পুরোনো। আর এই ২০০০ বছরে যা ঘটেনি, এবার সেটাই হতে চলেছে। সারা বিশ্বজুড়ে কারা বিশপ হবেন, তা বাছাই করার বিষয়ে পোপকে সহায়তার জন্য ভ্যাটিকান একটি কমিটি বা গোষ্ঠী তৈরি করে থাকে। এতদিন, এই গোষ্ঠীর সকল সদস্যই হতেন পুরুষ। তবে, সম্প্রতি পোপ ফ্রান্সিস জানিয়েছেন, এই প্রথমবার তিনি এই গোষ্ঠীতে মহিলাদেরও নিয়োগ করবেন। ফলে, বিশপদের নির্বাচনে এখন থেকে মহিলারাও অংশ নেবেন। মজার বিষয় হল, এখনও পর্যন্ত মহিলাদের বিশপ হওয়ার কোনও সুযোগ নেই।

এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, পোপের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোপ ফ্রান্সিস বলেছেন, ‘আমি খ্রীষ্টধর্মে মহিলাদের আরও উচ্চ-স্তরের ভূমিকায় দেখতে চাই’। ইতিমধ্য়েই ‘নান’ এবং সাধারণ মহিলা (ধর্মচর্চা করেন না, নান বা সিস্টার নন)-সহ বহু মহিলাকে ভ্যাটিকানের বিভিন্ন পদে নিযুক্ত করেছেন পোপ ফ্রান্সিস। এমনকি, ২০২১ সালে ভ্যাটিকানের উন্নয়ন কার্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পদে তিনি ইতালীয় নান, সিস্টার আলেসান্দ্রা স্মেরিলি-কে নিযুক্ত করেছেন।

এখানেই শেষ নয়। ফরাসি জেভিয়ের মিশনারি সিস্টার নাথালি বেককার্টকে বিশপদের সাইনোডের কো-আন্ডার সেক্রেটারি পদে নিযুক্ত করেছেন। বিশপদের সাইনোড কয়েক বছর অন্তর বিশ্বব্যাপী বিশপদের নিয়ে সমাবেশের আয়োজন করে থাকে। এছাড়া, ভ্যাটিকান মিউজিয়ামের প্রথম মহিলা ডিরেক্টর হিসাবে বারবারা জাট্টা এবং ভ্যাটিকান প্রেস অফিসের ডেপুটি ডাইরেক্টর ক্রিস্টিয়ান মারেকেও পোপ ফ্রান্সিসই নিযুক্ত করেছেন। প্রসঙ্গত, এই দুই মহিলা কিন্তু নান বা সিস্টার নন। একেবারেই সাধারণ দুই জন মহিলা। তাঁরাই এখন খ্রীষ্টধর্মের সদর দফতর ভ্যাটিকানের বিশিষ্ট পদে অধিষ্ঠিত।

এমনকি, গত জুন মাসে ভ্যাটিকান সিটির কেন্দ্রীয় প্রশাসনের জন্য একটি নতুন সংবিধান জারি করেছেন পোপ ফ্রান্সিস। সেই সংবিধান অনুযায়ী ভ্যাটিকানের অধিকাংশ বিভাগেই মাথায় যে কোনও সাধারণ মানুষ নিযুক্ত হতে পারবেন। মহিলাদের ক্ষেত্রেও নিয়ম একই। তবে, তাঁদের ব্যাপটাইজড ক্যাথলিক হতে হবে।

Next Article