Share Market News, Zomato: ফলাফল দেখেই বিনিয়োগকারীদের পাল্টি, জোম্যাটোর শেয়ার পড়ল ধপ করে…
Zomato Share Price: তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পরই জোম্যাটোয় অনাস্থা দেখিয়েছে খুচরো বিনিয়োগকারীরা। শেয়ারের দাম পড়েছে হুড়মুড়িয়ে। কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম পড়েছে প্রায় ৮ শতাংশ।
গতকাল জোম্যাটোর তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়। আর সেই ত্রৈমাসিকে জোম্যাটোর আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ। কিন্তু কোম্পানির লভ্যাংশ কমেছে প্রায় ৬৬ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকের ১৭৬ কোটি টাকা লাভের পর তৃতীয় ত্রৈমাসিকে লাভের অঙ্ক কমে দাঁড়িয়েছে ৫৯ কোটি টাকা। আর এই ফলাফল প্রকাশের পরই জোম্যাটোয় অনাস্থা দেখিয়েছে খুচরো বিনিয়োগকারীরা। শেয়ারের দাম পড়েছে হুড়মুড়িয়ে। কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম পড়েছে প্রায় ৮ শতাংশ। আবার গতকাল বাড়ার পর আজ শেয়ারের দাম পড়েছে ক্যামলিন ফাইন সাইন্সেসের।
আজ বাড়ল যারা:
আজ সর্বোচ্চ ১১.৮০ শতাংশ দাম বেড়েছে অ্যামাইনস অ্যান্ড প্লাস্টিসাইজার্সের। ১০ শতাংশ দাম বেড়েছে উরাভি ডিফেন্স অ্যান্ড টেকনোলজির। দাম বেড়েছে ধনলক্ষ্মী ব্যাঙ্ক, মানুগ্রাফ ইন্ডিয়া লিমিটেড ও প্রদীপ ফসফেটস লিমিটেডের।
আজ পড়ল যারা:
গতকাল ক্যামলিন ফাইন সাইন্সেসের দাম চড়চড় করে বাড়ার পর আজ হুড়মুড়িয়ে পড়েছে। এ ছাড়াও দাম পড়েছে নিউজেন সফটওয়্যার টেকনোলজিস, ডিক্সন টেকনোলজিসের। গতকাল ত্রৈমাসিক ফলাফলা প্রকাশের পর দাম পড়েছে জোম্যাটোর। দাম পড়েছে কায়নেস টেকনোলজিসেরও।
বাজারের টুকরো খবর:
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে আদিত্য বিড়লা রিয়েল এস্টেট, কেইআই ইন্ডাস্ট্রিজ, ইউরেকা ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়া সিমেন্টস, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, আল্ট্রাটেক সিমেন্ট, আইসিআইসিআই প্রুডেনশিয়াল, পিএনবি হাউসিং ফাইন্যান্স, টাটা টেকনোলজিস ও জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।
- আজ শেয়ার প্রতি ১১ টাকা হিসাবে ডিভিডেন্ড দেবে অ্যাঞ্জেল ওয়ান।
*২১ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।